shono
Advertisement

রাজ কাপুরের যোগ্য উত্তরসূরি! RK স্টুডিও বাঁচাতে তৎপর রণবীর, ডাক পড়ল প্রাক্তন দীপিকারও

'পরিচালক' হিসেবে নাম লেখানোর আগে বড় পদক্ষেপ রণবীর কাপুরের!
Published By: Sandipta BhanjaPosted: 05:45 PM Oct 31, 2025Updated: 05:45 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক আগে কথা দিয়েছিলেন, ভবিষ্যতে পরিচালনা-প্রযোজনার মাধ্যমে ঠাকুরদা রাজ কাপুরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে রণবীর কাপুর। বলিপাড়ায় কানাঘুষো, খুব শিগগিরি পরিচালক হিসেবে হাতেখড়ি করতে চলেছেন রণবীর। আর সেই সিনেমার হাত ধরেই ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থা 'আরকে স্টুডিও'কে পুনরুজ্জীবিত করবেন অভিনেতা।

Advertisement

ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুর। অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজক, সব ভূমিকাতেই তিনি 'সব্যসাচী'। কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে আরকে স্টুডিওর ব্যানারে অগনিত ক্লাসিক ছবি থেকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রাজ কাপুর। পূর্বসূরীর সেই 'লিগ্যাসি' আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। এবার খবর, পারিবারিক সেই ঐতিহ্যকে বাঁচাতেই তৎপর হয়ে উঠেছেন রণবীর কাপুর। জানা গেল, ব্যবসার খাতিরে নয় বরং ভারতীয় সিনেমায় কাপুরদের আরকে স্টুডিওর অবদানের মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে মুম্বইয়ের সিনেনির্মাতাদের জন্য এই প্রযোজনা সংস্থা এক নতুন 'ক্রিয়েটিভ হাব' হয়ে উঠতে পারে। ফলত লাভবান হবেন উঠতি প্রতিভাবান পরিচালকরাও। তবে চমক এখানেই শেষ নয়!

বলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো, 'RK স্টুডিও' প্রযোজনা সংস্থা নতুন করে খোলার পর এক সিনেমার জন্য বন্ধু অয়ন মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'কোল্যাব' করবেন রণবীর কাপুর। অতঃপর এহেন গুঞ্জন সত্যি হলে যে বলিউড আখেড়ে লাভবান হবে, তা বলাই বাহুল্য। অভিনেতা নাকি নতুন প্রযোজনা সংস্থার জন্য নতুন অফিসও ঢেলে সাজাচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, "আরকে স্টুডিও বিখ্যাত হয়েছিল আমার ঠাকুরদার জন্যে। তাঁর প্রতিভা এবং ছবি তৈরির জন্যেই তিনি এই স্টুডিও তৈরি করেছিলেন। খারাপ তো লাগছেই যে স্টুডিওটা আর থাকবে না। তবে 'আরকে' আমাদের মধ্যে রয়েছে...। সেই ঐতিহ্যকে আমি আমার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। ভবিষ্যতে ছবি প্রযোজনা করে এবং পরিচালনা করে, ঠাকুরদার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাব।" এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে একধাপ এগোলেন রণবীর। অন্তত তেমনটাই গুঞ্জন বলিউডে।

উল্লেখ্য, 'বরসাত' (১৯৪৯), 'আওয়ারা' (১৯৫১), 'বুট পলিশ' (১৯৫৪), 'শ্রী ৪২০' (১৯৫৫), 'জাগতে রহো' (১৯৫৬), 'জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়' (১৯৬০), 'মেরা নাম জোকার' (১৯৭০), 'ববি' (১৯৭৩), 'সত্যম শিবম সুন্দরম' (১৯৭৮) থেকে রাজ কাপুরের পরিচালনায় শেষ ছবি 'রাম তেরি গঙ্গা ময়লি' তৈরি হয়েছিল এই আরকে স্টুডিওর ব্যানারেই। পরবর্তীতে ১৯৯৯ সালে ঋষি কাপুরের পরিচালনায় আরকে ব্যানারের শেষ ছবি 'আ আব লট চলে'। শুটিং হয়েছিল এই স্টুডিওতেই। এমন বহু আইকনিক সিনেমা তৈরির সাক্ষী রাজ কাপুর প্রতিষ্ঠিত আরকে স্টুডিও। তবে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আর কে স্টুডিও পুনর্নিমাণের ভাবনাটুকুও ঝেড়ে ফেলে কাপুর খানদান। ভারাক্রান্ত হৃদয়ে স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা। বলিউডের কাপুর পরিবারের এই ঐতিহ্যবাহী সম্পত্তির মালিকানা বদল হয় বছরখানেক আগে। এবার আধুনিকতার মোড়কে ঠাকুরদার প্রযোজনা সংস্থা পুনরুজ্জীবিত করতে চলেছেন রণবীর কাপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরখানেক আগে কথা দিয়েছিলেন, ভবিষ্যতে পরিচালনা-প্রযোজনার মাধ্যমে ঠাকুরদা রাজ কাপুরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন।
  • এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে রণবীর কাপুর।
  • এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে রণবীর কাপুর।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার