shono
Advertisement

‘আলিয়ার কাঁধে এভাবে কেন হাত রাখলেন রণবীর?’, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

অভিনেতাকে 'মদ্যপ' বলেও কটাক্ষ করা হয়েছে।
Posted: 08:04 PM Jul 01, 2023Updated: 08:04 PM Jul 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। স্ত্রী আলিয়ার কাঁধে হাত রেখে ছবি তুলছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাতেই চূড়ান্ত ট্রোলড হলেন অভিনেতা। এভাবে কেন হাত রাখলেন? সেই প্রশ্ন করা হয়েছে নেটদুনিয়ায়। আবার অভিনেতাকে ‘মদ্যপ’ বলেও কটাক্ষ করা হয়েছে।

Advertisement

ব্রাজিল থেকে ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে দুবাই ট্যুরে যান আলিয়া। সেখান থেকেই বোধহয় মুম্বই ফিরছিলেন তারকা দম্পতি। পাপারাজ্জির অনুরোধে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। আলিয়ার কাঁধে হাত রাখেন রণবীর। সেই ভিডিও নিয়েই তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র প্রি-টিজারে রহস্যের হাতছানি, সত্যের খোঁজে যাত্রা শুরু দেবের]

‘ভাইরাল ভায়ানি’র ভিডিওর কমেন্টবক্সে লেখা হয়, “কী বাজেভাবেই না হাতটা কাঁধে রেখেছে, আলিয়ার অস্বস্তি হচ্ছে।” একজন আবার লেখেন, “আলিয়ার কাঁধে এভাবে কেন হাত রাখলেন রণবীর? বোঝাই যাচ্ছে ওর এটা পছন্দ হচ্ছে না।” ‘ওকে মদের নেশায় চূর মনে হচ্ছে’, এমন মন্তব্যও করা হয়েছে।

অবশ্য এমন মন্তব্য আলিয়া-রণবীরের জীবনের অঙ্গ। ছুটি কাটিয়ে এখন কাজে মন দিয়েছেন তারকা দম্পতি। আগামীতে আলিয়ার ঝুলিতে রয়েছে বলিউডের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং হলিউডের ‘হার্ট অফ স্টোন’। অন্যদিকে রণবীরকে ‘অ্যানিম্যাল’ ছ
ছবির প্রি-টিজারে মারকাটারি মেজাজে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: সম্পর্ক ভাঙার কথা ঘোষণার পরও নবনীতার সঙ্গে ছবি পোস্ট, কী বার্তা দিতে চাইলেন জিতু?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement