সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে 'ডন ৩' ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনও রণবীর সিংকে 'ডন' অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এবার বছরশেষের বড় খবর, 'ডন ৩' সিনেমা থেকে সরে দাঁড়লেন রণবীর সিং!
কেতাদুরস্ত এই 'ডন'-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত সিনেপ্রেমীরা, সেখানে রণবীর সিংয়ের ব্যক্তিত্বর সঙ্গে নাকি এই চরিত্র একেবারেই বেমানান, পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর এমনটাই দাবি করেছিলেন সিনে অনুরাগীরা। যদিও সেই বিতর্কযজ্ঞে জল ঢেলে 'অভিনেতা রণবীরের ক্যারিশমা'র কথা মনে করিয়ে দিয়েছিলেন ফারহান আখতার, তবে তাতে চিঁড়ে ভেজেনি! এবার রণবীর সিং নিজেই বহু প্রতীক্ষিত মেগাবাজেট সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলে খবর। যদিও রণবীর সিং নিজে এই চলতি গুঞ্জনে সিলমোহর বসাননি, তবে অভিনেতার গতিবিধিই এই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করল। সদ্য মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর'-এর সাফল্যই কি রণবীরকে ফারহান আখতারের 'ডন' ফ্র্যাঞ্চাইজি থেকে দূরে সরাল? কৌতূহল অস্বাভাবিক নয়!
ঘনিষ্ঠ সূত্রে খবর, 'ধুরন্ধর' ৬০০ কোটির গণ্ডি পেরনোর পর রণবীর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই 'খিলজি'র মন্দা কেরিয়ারের 'শাপমোচন' ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। সেইজন্যেই ফারহান আখতারকে সরিয়ে বর্তমানে সঞ্জয় লীলা বনশালি, অ্যাটলি, এমনকী লোকেশ কানাগরাজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন রণবীর সিং। কথা ছিল, ধুরন্ধর-এর বিজয়রথের চাকা গড়ালেই 'ডন ৩' সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। কিন্তু কোথায় কী? বছরশেষে দীপিকা পাড়ুকোনকে নিয়ে বিদেশে ঘুরতে চলে গিয়েছেন রণবীর। শুধু তাই নয়, ডন-এর পর 'প্রলয়' নামের যে ছবির শুটিং শুরুর পরিকল্পনা ছিল, সেই পরিচালক জয় মেহেতাকেও জানিয়ে দিয়েছেন নির্ধারিত শিডিউলের আগেই যেন কাজ শেষ হয়। রণবীর চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সিনেমার কাজ শেষ করতে। কানাঘুষো, 'প্রলয়'-এর শুটিংয়ের জন্য ইতিমধ্যেই নতুন দিনক্ষণ ছকে ফেলেছেন অভিনেতা। এবার প্রশ্ন, রণবীর সিং সরে দাঁড়ালে শাহেনশা-বাদশার পর নতুন 'ডন' হিসেবে কাকে দেখা যাবে?
