shono
Advertisement
Ranveer Singh

জন্মদিনের আগে হঠাৎই ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট সরালেন রণবীর! কী হল অভিনেতার?

সোশাল মিডিয়াকে কি চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর?
Published By: Arani BhattacharyaPosted: 09:04 PM Jul 05, 2025Updated: 02:00 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন। বরাবর নিজের অনুরাগীদের চমক দিতে ভালোবাসেন তিনি। তা নিজের সিনেমা হোক বা ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে। বলিউডে এ বিষয়ে রণবীরের জুড়ি মেলা ভার। আগামী ৬ জুলাই, রবিবার ৪০ বছর বয়সে পা রাখবেন অভিনেতা। আর ঠিক জন্মদিনের আগের দিন তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখতেই চমকে উঠলেন তাঁর অনুরাগীরা। তাঁর ভক্তরা ভাবতেই পারেননি তাঁদের পছন্দের অভিনেতা তাঁদের এভাবে অবাক করে দেবেন। কিন্তু ঠিক কী চমক অপেক্ষা করছিল রণবীরের ভক্তদের জন্য?

Advertisement

শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তাঁর ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনও পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন। তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি ছবি। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা। সকলের মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তাঁর ভক্তদের? এ কি তারই প্রস্তুতি? অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনও সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনও ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সোশাল মিডিয়াকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলি প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনও উত্তর মেলেনি।

অনেকের অনুমান রণবীরের স্টোরিতে দেওয়া মোশন ভিডিও অনুযায়ী জন্মদিনে দর্শককে ঘড়ির কাঁটায় ১২:১২ বাজলে কোনও বড় চমক দেবেন রণবীর। তবে সেসবই জল্পনা। এই মুহূর্তে রণবীর ব্যস্ত নিজের আগামী ছবি 'ধুরন্ধর' নিয়ে। এই ছবির জন্য এক্কেবারে অন্য রকম লুকে ধরা দেবেন তিনি। যে কোনও চরিত্রের জন্য নিজেকে বরাবর ভাঙতে ভালবাসেন রণবীর। এবারেও যে তার ব্যাতিক্রম হবে না সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যে এই ছবির বেশ কিছু ঝলক ও শুটিং ফ্লোরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। তাই এক্ষেত্রে একটু বেশিই সচেতন হয়েছে ছবির টিম। তবে সোশাল মিডিয়া নিয়ে রণবীরের এমন পদক্ষেপ ঠিক কী কারণে তা জানার জন্য মুখিয়ে রয়েছে গোটা নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তাঁর ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনও পোস্ট নেই।
  • এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন।
  • তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার।
Advertisement