সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই সিবিআই সুশান্ত সিং রাজপুত মামলায় অন্তিম রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, অভিনেতা আত্মহত্যাই করেছেন। এই রিপোর্টের ভিত্তিতে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন রিয়া চক্রবর্তী। কার্যত শাপমুক্তি ঘটেছে তাঁর। দীর্ঘদিন ধরে জীবনে যেন বড়সড় ঝড় বয়েছে রিয়ার। এবার সুশান্ত অধ্যায়কে 'অতীত' করে নতুন ইনিংস শুরু করছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সোশাল অ্যাকাউন্টে ছবি শেয়ার করে নিজেই জানালেন সে কথা।

'সিবলিং ডে'কে মনে রেখে নিজের সোশাল মিডিয়ায় ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'ছোট্ট ভাই আমার, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল।' কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী? নেটিজেনরা মনে করছেন, সুশান্ত মামলায় সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাওয়ার বিষয়টিরই ইঙ্গিত করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্তের মৃত্যু ঘিরে বিস্তর জলঘোলা হয়। শুধু রিয়া নয় এই মামলায় নাম জড়ায় তাঁর ভাই শৌভিকেরও। দুই ভাইবোনকেই যেতে হয়েছিল সংশোধনাগারে। সেই সব কষ্টের দিন কাটিয়ে আবার নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে চান অভিনেত্রী। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ভাইয়ের কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বুজে রয়েছেন। বোনের দুঃসময়ে সর্বদা পাশে থেকেছেন শৌভিক। সিবিআই ছাড়পত্র দেওয়ার পর শৌভিকই এই ঘটনায় প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেন 'সত্যের জয় হয়েছে'। গত পাঁচবছর ভাইবোন শুধু যে পরস্পরের পাশে থেকেছেন তাই নয়, কঠিন সময়ে একে অপরকে সাহস জুগিয়েছেন। নেটিজেনরা মনে করছেন বিশেষ দিনে ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে নিজের মনের আনন্দ আর পারস্পরিক বন্ধনের কথাই প্রকাশ করেছেন অভিনেত্রী।