shono
Advertisement

‘রাত ৯টায় বাতি নিভিয়ে মোম জ্বালান’, মোদির সমর্থনে মনে করালেন অভিনেত্রী ঋতুপর্ণা

সবাইকে বাড়িতে থাকার আরজিও জানালেন অভিনেত্রী । দেখুন ভিডিও। The post ‘রাত ৯টায় বাতি নিভিয়ে মোম জ্বালান’, মোদির সমর্থনে মনে করালেন অভিনেত্রী ঋতুপর্ণা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Apr 05, 2020Updated: 03:13 PM Apr 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে ভুলবেন না প্লিজ”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মোমবাতি জ্বালানোর’ ডাকে সারা দিয়ে জনগণের কাছে আবেদন জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Advertisement

একটি ভিডিও বার্তায় জনসাধারণের উদ্দেশে হিন্দি ভাষায় তিনি বললেন, “৫ এপ্রিল, রবিবার ঠিক রাত ৯টায় আপনাদের বাড়ির সব বাতি আপনাদের নেভাতে হবে নয় মিনিটের জন্য। আপনারা প্রদীপ, মোমবাতি কিংবা টর্চ লাইট জ্বালাতে পারেন। আমি অনুরোধ করব সকলকে দয়া করে এই নির্দেশ পালনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এই বার্তা দিয়েছেন। তাই আমাদের সকলের কর্তব্য তাঁর আদেশ পালন করা। একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও আমরা সবাই যে একত্রিত, সেই বার্তা দিতেই এই নির্দেশ পালনের অনুরোধ রইল সবার কাছে। আমরা প্রত্যেকেই একটা যুদ্ধ লড়ছি। প্রত্যেকেই যে এই যুদ্ধে শামিল রয়েছেন, সংহতির সেই বার্তাই ফুটে উঠবে এই কর্মসূচীর মাধ্যমে। আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আশা করি, খুব শিগগিরিই আমরা জিতব এই লড়াইয়ে। দয়া করে ভুলে যাবেন না। রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে।” পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার আরজি জানিয়ে অভিনেত্রী বলেন, “ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন।”

[আরও পড়ুন: ‘খিদের জ্বালা নিয়ে আশ্রয়হীনরা মোম জ্বালানোর বিলাসিতা দেখাবে?’, প্রশ্ন তুললেন ঋদ্ধি সেন]

প্রসঙ্গত, লডকডাউনে দেশবাসীর মনোবল বৃদ্ধিতে দিন দুয়েক আগেই নয়া দাওয়াইয়ের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ এপ্রিল অর্থাৎ আজ গোটা দেশবাসীর কাছ থেকে ৯ মিনিট চেয়েছেন। রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় কিংবা ছাদে এসে প্রদীপ, মোমবাতি অথবা টর্চের আলো জ্বালানোর নিদান দিয়েছেন। বাড়িতে এসব মজুদ না থাকলেও কুছ পরোয়া নেহি! মোবাইলের ফ্ল্যাশ জ্বালালেও হবে। মোদির এই মোমবাতি জ্বালানোর নিদানকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন অনেকেই। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন প্রশ্ন তুলেছেন, “যাঁরা পেটে খিদে নিয়ে আশ্রয়হীন অবস্থায় দিন কাটান, তাঁরা কীভাবে মোমবাতি জ্বালানোর বিলাসিতা দেখাবে?” অন্যদিকে মোদির কর্মসূচিকে বয়কট করে অপর্ণা সেন জানিয়েছেন, তাঁর ঘরে আজ আলো জ্বলবেই। বাতি নেভাবেন না তিনি। সেই প্রেক্ষিতেই অন্যপথে হাঁটলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। মোদির সমর্থনে দেশবাসীকে প্রদীপ জ্বালানোর আরজি জানালেন।

[আরও পড়ুন: মোদি বিরোধী পোস্ট, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে FIR বিজেপির]

The post ‘রাত ৯টায় বাতি নিভিয়ে মোম জ্বালান’, মোদির সমর্থনে মনে করালেন অভিনেত্রী ঋতুপর্ণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement