shono
Advertisement
Salman Khan

'ব্যাটল অফ গালওয়ান'-এর মুক্তির আগেই ফের সেটে সলমন! গাঁটছড়া দক্ষিণী পরিচালকের সঙ্গে

এবার নাকি দক্ষিণী পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সলমন।
Published By: Arani BhattacharyaPosted: 12:24 PM Jan 07, 2026Updated: 04:02 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর এপ্রিল মাসে মুক্তি পাবে সলমন খানের (Salman Khan) 'ব্যাটল অফ গালওয়ান'। ছবি মুক্তির আগে তা নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ বাড়ছে। তার মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছে সলমনের নতুন ছবির কথাও। এবার নাকি দক্ষিণী পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সলমন। যদিও আনুষ্ঠানিকভাবে নতুন ছবি নিয়ে কিছুই জানাননি ভাইজান। তবে এই খবর বাতাসে ঘুরছে।

Advertisement

তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দক্ষিণী পরিচালক ভামসি পড়িপাল্লির ছবিতেই নাকি সলমনকে দেখা যাবে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, ২০২৬ সালের মার্চেই নাকি বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু করবেন ভাইজান। একইসঙ্গে শোনা যাচ্ছে যে, এর আগে পরিচালকের আমির খানের সঙ্গে ছবি তৈরি পরিকল্পনা ছিল। কিন্তু তা হয়ে ওঠেনি। এবার নাকি সলমনের সঙ্গেই নতুন ছবির পরিকল্পনা সেরেছেন পরিচালক।

অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক জুটি রাজ ও ডিকের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন সলমন। সূত্র মারফত জানা যাচ্ছে, পরিচালকদ্বয়ের আগামী অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে এবার দেখা যাবে ভাইজানকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষে শুটিং শুরু হবে এই ছবির। যদিও এই মুহূর্তে সবটাই রয়েছে আলোচনার পর্যায়ে। তবে এই মুহূর্তে 'ব্যাটল অফ গালওয়ান' নিয়েই ব্যস্ত সলমন। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যদিও আনুষ্ঠানিকভাবে নতুন ছবি নিয়ে কিছুই জানাননি ভাইজান। তবে এই খবর বাতাসে ঘুরছে।
  • তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দক্ষিণী পরিচালক ভামসি পড়িপাল্লির ছবিতেই নাকি সলমনকে দেখা যাবে।
  • ২০২৬ সালের মার্চেই নাকি বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু করবেন ভাইজান।
Advertisement