shono
Advertisement
Salman Khan

জওয়ানের চরিত্রের জন্য মদ্যপান ত্যাগ, পার্বত্য এলাকায় শুটের আগে 'প্রেশার চেম্বারে' ঘাম ঝরাচ্ছেন সলমন

'ব্যাটেল অফ গালওয়ান'-এ সলমনের বিপরীতে নায়িকা কে?
Published By: Sandipta BhanjaPosted: 05:26 PM Jul 10, 2025Updated: 05:28 PM Jul 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার! কপাল ফেটে গলগলিয়ে রক্ত বেরচ্ছে। সীমান্তে বিধ্বস্ত সলমন খান। গত শুক্রবার সন্ধেবেলায় সেনা জওয়ানের লুকে চমকে দিয়েছিলেন সলমন খান। গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে, সেই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। আর তার জন্যই আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার। চলছে কড়া প্রস্তুতি।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খব়র, 'ব্যাটেল অফ গালওয়ান'-এর শুটিং হবে রিয়েল লোকেশনে। যেহেতু লে-লাদাখের রুক্ষ্ম-সূক্ষ্ম পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করবেন, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সম্প্রতি স্থূলকায় শারীরিক গড়নের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন ভাইজান। মধ্যপ্রদেশ বেড়ে যাওয়ার পাশাপাশি চেহারায় বার্ধক্যের ছাপ পড়ায় 'বুড়ো' বলেও কটাক্ষ করা হয় তাঁকে। তবে এবার সেনা জওয়ানের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না সলমন। শোনা গিয়েছে, সেই প্রেক্ষিতেই এখন নিত্যদিন নিয়ম করে দু' বেলা জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। সাধারণত ওজন ঝরানোর যে প্রশিক্ষণ হয়, ভাইজানকে নাকি তার থেকেও কড়া শরীরচর্চা করতে হচ্ছে। কখনও জিমের প্রেশার চেম্বারে অনুশীলন করছেন তো কখনও বা আবার উঁচু পাহাড়ি অঞ্চলে শুটের জন্য যেরকম বডি ফিটনেসের প্রয়োজন হয়, সেসব ব্যায়াম করতে হচ্ছে তাঁকে। শুধু তাই নয়, ডায়েট চার্টেও বড়সড় বদল এসেছে সলমনের। জানা গিয়েছে, ভাজাভুজি খাওয়া বাদ দিয়েছেন। ত্যাগ করেছেন মদ্যপানও। পরিবর্তে মেনুতে যোগ হয়েছে হালকা খাবার।

সম্প্রতি ছবির টিজার পোস্টার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে 'দাবাং' অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনচেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, জুলাই মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে। আর 'ব্যাটল অফ গালওয়ান'-এর ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির ব্যবসা করবেই।

প্রসঙ্গত চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই মনে করছেন একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে, সেই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে ভাইজানকে।
  • তার জন্যই আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার।
  • চলছে কড়া প্রস্তুতি।
Advertisement