সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল রোগে আক্রান্ত সলমন খান। নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগের শিকার তিনি। যা হতে পারে রীতিমতো প্রাণঘাতী। নিজের এই অসুস্থতার কথা খোদ জানিয়েছেন বলিউডের ভাইজান। জানিয়েছেন, এই রোগের সঙ্গে প্রতিদিন কীভাবে রীতিমতো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। নিজে মুখেই জানালেন সেকথা।
সম্প্রতি 'দ্য গ্রেট কপিল শর্মা শো সিজন ৩'-এ প্রথম বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন সলমন খান। শনিবার নেটফ্লিক্সের সেই বিশেষ পর্ব সম্প্রচার হয়েছে। সেই বিশেষ পর্বে এসেই নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ৫৯ বছর বয়সী অভিনেতা সলমন খান। এই বিশেষ পর্বে কপিল তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে সলমন বলেন, "বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়।" এই আলোচনার মাঝেই সলমন জানান যে তিনি এইমুহূর্তে একাধিক বিরল রোগে ভুগছেন। তবুও হার না মেনে কাজ করে চলেছেন। নিজেকে প্রতিমুহুর্তে নিঃশব্দে প্রেরণা জুগিয়ে চলেছেন নিজের ছন্দে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
সলমন বলেন, "এই যে প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা খুব সহজ নয়। এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম এর মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে। এতটাই কষ্ট হয়। এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা কঠিন। বিয়ের পর বনিবনা না হলে তাঁর মনে হলে সে সব ছেড়ে চলে যাবে সঙ্গে আমার উপার্জিত সমস্ত সম্পত্তির অর্ধেকও নিয়ে চলে যাবে। যদি এইসব আরও কম বয়সে হত তাহলে হয়তো মেনে নিতে পারতাম। আবার নতুন করে উপার্জন করতেও শুরু করতে পারতাম। কিন্তু এখন সেটা সম্ভব নয়।"
ছবি ইনস্টাগ্রাম
ভাইজানের শরীরে বাসা বাঁধা এই বিরল রোগ আসলে কী সমস্যা তৈরি করে? শরীরে ঠিক কী কী অসুবিধা হয় এই বিরল রোগের কারণে? জানা যাচ্ছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ। যার ফলে ভয়ংকরভাবে নার্ভ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও ভয়ংকর যন্ত্রণা শুরু হয় যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফর্মেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে। যার ফলে শিরা ও ধমনীতে রক্ত চলাচলের সময় অস্বাভাবিকভাবে রক্ত জমাট বেঁধে যায়। অন্যদিকে আরও এক বিরল রোগ ব্রেইন অ্যানিউরিজমে মস্তিস্কে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বেঁধে রক্তনালী ফুলে যায় যার ফলে তা ফেটেও যেতে পারে। এর ফলে মস্তিষ্ক মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে রীতিমতো প্রাণহানি হতে পারে। ২০১৭ সাল থেকে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া রোগে আক্রান্ত সলমন।
