shono
Advertisement
Abhishek Banerjee

নজরে নন্দীগ্রাম, জানুয়ারিতে 'সেবাশ্রয়' ধাঁচে হবে মডেল ক্যাম্প, ঘোষণা অভিষেকের

নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-তে হবে মেডিক্যাল ক্যাম্প।
Published By: Sucheta SenguptaPosted: 06:30 PM Dec 27, 2025Updated: 07:57 PM Dec 27, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কোভিডকালে 'ডায়মন্ড হারবার মডেলে'র কথা ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। মহামারীর সময়ে জনস্বাস্থ্য পরিষেবা সচল রাখতে ছোট ছোট স্বাস্থ্য শিবির করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায়। তাতে ব্যাপক উপকৃত হন সাধারণ মানুষ। তারপর থেকে 'সেবাশ্রয়' শিবির প্রায় নিয়মিত হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রে। এবার সেই ধাঁচেই স্বাস্থ্য শিবির হতে চলেছে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, আগামী ১৫ জানুয়ারি
নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-তে দুটি মডেল ক্যাম্প হবে।

Advertisement

শনিবার এনিয়ে বলতে গিয়ে অভিষেক জানিয়েছেন, ''নন্দীগ্রাম থেকে সেবাশ্রয় নিয়ে কিছু ফোন আসছিল 'এক ডাকে অভিষেক' এই নম্বরে। আমি চেষ্টা করছি। ওখানে আমার সহকর্মীদের সঙ্গে কথা বলে ঠিক করেছি, নন্দীগ্রাম ১ আর ২ নম্বর ব্লকে দুটো মডেল ক্যাম্প হবে। আমি ওই সময় ওখানেই থাকব। ওই দুটো ক্যাম্প উদ্বোধনে যাব।'' ছাব্বিশে পাখির চোখকে সামনে রেখে আগামী বছরের গোড়া থেকেই কার্যত ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার খানিকটা প্রকাশ করেছিলেন। মাসের শুরু থেকে জেলা সফরে যাচ্ছেন অভিষেক। ১৫ জানুয়ারি কাঁথিতে জনসভা হওয়ার কথা। আর সেই কারণে ওই সময়ে এখানেই মেডিক্যাল ক্যাম্প করার পরিকল্পনা।

আসলে নন্দীগ্রাম এ রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রের ফলাফল নিয়ে কাটাছেঁড়া চলেছে, এখনও তা নিয়ে আইনি লড়াই চলছে। ছাব্বিশের ভোটে তাই মেদিনীপুরের এই কেন্দ্রের 'সূচ্যগ্র মেদিনী' ছাড়তে নারাজ শাসক শিবির। এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও পাখির চোখ করেছেন নন্দীগ্রামকে। সেখানকার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, সক্রিয়ভাবে নিজে ঝাঁপাচ্ছেন লড়াইয়ের ময়দানে। জানুয়ারিতে সেবাশ্রয়ের ধাঁচে নন্দীগ্রামে মডেল স্বাস্থ্য শিবিরের আয়োজন তারই একটি অংশ বলে মত রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেকের নজরে নন্দীগ্রাম, সেখানেও সেবাশ্রয় ধাঁচে চলবে স্বাস্থ্য শিবির।
  • শনিবার সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • ১৫ জানুয়ারি নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-তে হবে মেডিক্যাল ক্যাম্প।
Advertisement