সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুয়ারে দোল। আর মাত্র কদিনের অপেক্ষা। তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সলমন খান (Salman Khan)। তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন ভাইজান। মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন 'সিকন্দর' ছবির নতুন গান। যেখানে 'ব্যোম ব্যোম ভোলে' ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সলমন খানকে। আর সেই গানের ঝলক দেখেই 'ব্লকবাস্টার' হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা।

'ব্যোম ব্যোম ভোলে' (Bam Bam Bhole) গানের ঝলকে সলমনের পাশাপাশি রশ্মিকা মন্দানাকেও দেখা গেল। সাদা সালোয়ারে তিনি যেন মনমোহিনী। আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে। এসবের সঙ্গে উপরি পাওনা সলমনের নাচ! দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মজে ভক্তরাও। এককথায়, হোলির আগে রঙিন সলমনে বুঁদ নেটপাড়া। চলতি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে 'সিকন্দর'। তার প্রাক্কালেই নতুন গানের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে আবহাওয়ার গরম করলেন বলিউড সুপারস্টার।
গত মাসেই 'সিকন্দর'-এর (Sikandar teaser) নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই অ্যাকশন অবতারে দেখা দিলেন ভাইজান। একেবারে যেন মারকাটারি 'রবিনহুড' তিনি। শত্রুদের ত্রাস আর ভক্তদের ভগবান। নতুন টিজারে পুরনো হিসেব চোকানোর সতর্কবাণী দিলেন সলমন। সংলাপও ততোধিক কেতাদুরস্ত। 'পাঠান' কিংবা 'জওয়ান' ছবিতে ঠিক যেমন জনতার কণ্ঠস্বর হয়ে বক্স অফিসে 'খেল দেখিয়েছিলেন' শাহরুখ, এবার 'সিকন্দর'-এর টিজারেও তেমনই আভাস দিলেন সলমন। দেশ-দশের 'বিকাশ'-এর কথা শোনা গেল তাঁর কণ্ঠে। যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। তাঁদের কথায়, 'ভাইজান ইজ ব্যাক'। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সলমনের 'ইদি' যে 'সিকন্দর'-ই হতে চলেছে, তা বেশ বোঝা গেল। এবার সলমনের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!
'সিকন্দর'-এর পয়লা ঝলকেই ভাইজান বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার সুলতান-এর মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। নতুন বছরে ইদের বক্স অফিসে জমাতে তৈরি সলমন খান। ‘সিকন্দর’ টিজারে বলিউডের সুলতান একেবারে ‘অ্যাংরি ইয়াংম্যান’। বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই (Sikandar Teaser) স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মর আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে 'সিকন্দর' সলমন।