shono
Advertisement
Samantha Ruth Prabhu

আগেই বিয়ে নয়, 'ফ্যামিলি ম্যান' রাজের সঙ্গে সহবাসের জন্য বাড়ি খুঁজছেন সামান্থা!

নাগার সঙ্গে তিক্ত বৈবাহিক স্মৃতি! অতীত থেকে শিক্ষা নিয়েই এমন সিদ্ধান্ত দক্ষিণী সুন্দরীর?
Published By: Sandipta BhanjaPosted: 01:12 PM May 17, 2025Updated: 01:12 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর। প্রাক্তন নাগা এখন নতুন বউ শোভিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাঁদের সংসার সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়। এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও (Samantha Ruth Prabhu) নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। বলিউডে গুঞ্জন, 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুর প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। সামান্থার সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টই অবশ্য সেই জল্পনা উসকে দিয়েছে। এবার শোনা যাচ্ছে, সেই সম্পর্ককে নাকি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক-অভিনেত্রী।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজ নিদিমরুর সঙ্গে সম্পর্কে নাকি এতটাই সিরিয়াস সামান্থা যে এবার থেকে তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী একত্রবাসের জন্য হন্যে হয়ে বাড়িও খুঁজছেন তাঁরা। এমন গুঞ্জন শুরু হতে বলিউড তো বটেই এমনকী দক্ষিণী সিনেদুনিয়াতেও শোরগোল! সামান্থার অনুরাগীরা অবশ্য বেজায় খুশি। তাঁদের মতে, নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর রোগভোগ করে অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। এখন তাঁর থিতু হওয়ার সময়। আদৌ এই গুঞ্জন কতটা সত্যি? মুখ খুলেছেন সামান্থা রুথ প্রভুর ম্যানেজার। তিনি সাফ জানিয়েছেন, এই গুঞ্জন একেবারে রটনা। কিন্তু তবুও কথাতেই আছে, যাহা রটে, তার কিছুটা হলেও বটে! নেটপাড়ার একাংশের কথায়, তিক্ত অতীত থেকে শিক্ষা নিয়েই হয়তো সহবাস কিংবা প্রেমের সম্পর্কের কথা এখনই প্রকাশ্যে আনতে নারাজ দক্ষিণী সুন্দরী।

রাজ নিদিমরুর সঙ্গে সামান্থা। (ছবি- ইনস্টাগ্রাম)

বুধবার সামান্থা তাঁর নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তাঁরই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালক রাজ নিদিমরুরর কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। গুঞ্জন, রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজ নিদিমরুর সঙ্গে সম্পর্কে নাকি এতটাই সিরিয়াস সামান্থা যে এবার থেকে তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
  • এমনকী একত্রবাসের জন্য হন্যে হয়ে বাড়িও খুঁজছেন তাঁরা।
  • সামান্থা রুথ প্রভুর ম্যানেজার সাফ জানিয়েছেন, এই গুঞ্জন একেবারে রটনা।
Advertisement