shono
Advertisement
Sana Khan

কাজিকে বিয়ের পর অভিনয়ে সন্ন্যাস! 'পরপুরুষ' বসিরের সঙ্গে ছবি তুলতেও আপত্তি, ভাইরাল ভিডিওয় বিতর্কে সানা

২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই গ্ল্যামার দুনিয়া ছাড়ার কথা সোশাল মিডিয়ায় জানান সানা।
Published By: Sayani SenPosted: 11:08 AM Jan 25, 2026Updated: 06:09 PM Jan 25, 2026

কাজিকে বিয়ের পর থেকেই জীবনে পরিবর্তন। সফল অভিনেত্রী থেকে একেবারে হোমমেকার! বর্তমানে সন্তানের মা-ও। সেই সানা খান (Sana Khan) আরও একবার শিরোনামে। এবার 'বিগ বস ১৯' খ্যাত বসির আলির পাশে দাঁড়িয়ে ছবি তুলতেও আপত্তি তাঁর। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন, পরপুরুষ বলেই কি আপত্তি সানার?

Advertisement

মুম্বইয়ের ধারাভির মেয়ে সানা। কম বাজেটের হিন্দি সিনেমার মাধ্যমে তাঁর বলিউড সফর শুরু। তার পর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। এই তালিকায় ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমা রয়েছে। ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর’-এর মতো রিয়ালিটি শোয়ের পাশাপাশি ‘স্পেশাল অপস’ সিরিজেও কাজ করেছেন সানা। ২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই গ্ল্যামার দুনিয়া ছাড়ার কথা সোশাল মিডিয়ায় জানান সানা। ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন। তার পর নিকাহ। দুবাইনিবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন সানা খান।

গত বছর সানা এবং মুফতি মিলে একটি পডকাস্ট শুরু করেন। ওই পডকাস্টের একটি পর্বে বসির আলি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের পর একসঙ্গে সানা, মুফতি ও বসিরকে দেখা যায়। সানা এবং বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন। তবে তাতে সায় দেননি সানা। মিষ্টি হেসে আপত্তির কথা জানান। মাঝে মুফতিকে রেখে ছবি তুলতে চান বলেই জানান। পরিস্থিতি সামাল দেন বসির। তিনি জানান, এভাবেই তিনজনে মিলে ছবি উঠবে। বলেন, "আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।" এই ভিডিও বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের একটাই প্রশ্ন, বসির পরপুরুষ বলেই কি পাশে দাঁড়িয়ে ছবি তুলতেও আপত্তি? যদিও কোনও জবাব পাওয়া যায়নি। কেউ কেউ আবার সানার প্রশংসাও করেন। ধর্মের প্রতি তাঁর অপার শ্রদ্ধা প্রশংসাযোগ্য বলেই দাবি নেটিজেনদের একাংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement