shono
Advertisement
Sandeep Reddy Vanga

ফাঁস হয়েছে 'স্পিরিট' কাহিনি! নাম না করে দীপিকাকেই দুষলেন পরিচালক ভাঙ্গা

সমস্ত ঠিক থাকার পরেও 'স্পিরিট' ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা, অভিযোগ পরিচালকের।
Published By: Arani BhattacharyaPosted: 01:51 PM May 27, 2025Updated: 02:46 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) আগামী ছবি 'স্পিরিট' থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এরপর থেকেই পরিচালক ও নায়িকার মধ্যে চলছে দড়ি টানাটানি। দীপিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন পরিচালক। এবার আরও বড় অভিযোগ আনলেন তিনি নায়িকার বিরুদ্ধে। কী সেই অভিযোগ?

Advertisement

এক্স হ্যান্ডেলে এদিন সরব হয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীপিকার বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ এনেছেন তিনি। নাম না করে দীপিকাকে তুলোধনা করেছেন পরিচালক। তিনি লিখেছেন, " কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি তাঁর উপর ভরসা রাখি যে তিনি কখনই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু তুমি এটা করে বুঝিয়ে দিলে যে তুমি মানুষ হিসাবে ঠিক কেমন।" নায়িকাকে কটাক্ষ করে পরিচালক আরও লেখেন, "তোমার নারীবাদী মনোভাব বোধহয় তোমাকে এটাই শেখায়। একটা ছবি বানানোকে ঘিরে আমার পরিশ্রম বোঝার ক্ষমতা তোমার কখনই হবে না।" কয়েকদিন আগেই নাকি ফাঁস হয়েছে 'স্পিরিট' ছবির গল্প। এমনটা জানতে পারার পর থেকেই ক্ষুব্ধ পরিচালক।

সমস্ত কিছু ঠিক থাকার পরেও 'স্পিরিট' ছবি থেকে হঠাৎই সরে দাঁড়ান দীপিকা। পরিচালকের দাবি, এই ছবির জন্য দিনে মাত্র ছয় ঘণ্টা শুটিং করবেন বলে জানান দীপিকা। এর ফলে শুটিংয়ের দিন বেড়ে যাওয়ায় পারিশ্রমিকও বাড়ত। এইসব জটিলতার কারণেই ছবি থেকে সরে যান দীপিকা। যদিও দর্শক আশায় বুক বেঁধেছিলেন যে 'কল্কি২৮৯৮' ছবির পর ফের এই ছবিতে দীপিকা-প্রভাস জুটিকে দেখতে পাবেন। তবে তা এবারের মতো হল না বলাই যায়। জানা গিয়েছে, 'স্পিরিট' ছবিতে দীপিকার জায়গায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি। এর আগে ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয় করেছিলেন তৃপ্তি। ফের পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তৃপ্তিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরব হয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীপিকার বিরুদ্ধে এবার ছবির গল্প ফাঁস করার অভিযোগ তুলেছেন তিনি।
  • কয়েকদিন আগেই নাকি ফাঁস হয়েছে 'স্পিরিট' ছবির গল্প। এমনটা জানতে পারার পর থেকেই নাকি পরিচালকের মনে ক্ষোভ জন্মেছে।
  • সমস্ত কিছু ঠিক থাকার পরেও 'স্পিরিট' ছবি থেকে হঠাৎই সরে দাঁড়ান দীপিকা।
Advertisement