বিশেষ সংবাদদাতা: রহস্যরোমাঞ্চে ভরপুর ছবি বানাতে পরিচালক সায়ন্তন ঘোষালের জুড়ি মেলা ভার। বাংলায় একের পর এক থ্রিলার ঘরানার ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে এবার সেই পরিসর থেকে বেরিয়ে নতুনভাবে দর্শকের কাছে নিয়ে আসছেন তাঁর নতুন ঘরানার ছবি। এবার বামাক্ষ্যাপার জীবনীচিত্র বানাতে চলেছেন সায়ন্তন।
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সায়ন্তনের এই নতুন ছবি নিয়ে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে যে পরিচালকের এই ভিন্নস্বাদের ছবির শুটিং নাকি পিছিয়ে যাচ্ছে। আসলেই কি তাই? এই খবর কতটা সত্যি? কবে থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং এবং কাকে কোন চরিত্রে দেখা যাবে তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল সরাসরি যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। যদিও নতুন এই কাজ নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ পরিচালক সায়ন্তন ঘোষাল।
তবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, শুটিং পিছিয়ে যাওয়ার খবর কানাঘুষো শোনা গেলেও এই মাসের শেষের দিকেই নাকি শুরু হবে সায়ন্তনের 'বামাক্ষ্যাপা' -এর শুটিং। এই ছবির হাত ধরেই ছোটপর্দার পর এবার বড়পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। দেবীর চরিত্রে থাকবেন অভিনেত্রী পায়েল দে। কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি। শুধু তাই নয় নিজের অন্যান্য নতুন কাজ থেকে বিরতি নিয়ে আপাতত এই ছবিতেই নাকি মনোনিবেশ করেছেন সায়ন্তন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালকের দু'টি ছবি 'রবীন্দ্র কাব্য রহস্য', ও 'ম্যাডাম সেনগুপ্ত'। এবার নতুন ঘরানার ছবিতে কী জাদু দেখান সায়ন্তন এখন সেটাই দেখার।