সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুপারস্টারদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে বারবার চর্চায় উঠে এসেছেন 'দাবাং' খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ (Abhinav Kashyap)। বিশেষ বলিউডের তিন 'খান'-এর উদ্দেশ্যে করা তাঁর নানা বিতর্কিত মন্তব্য বারবার ঝড় তুলেছে। কখনও সলমন-আরবাজকে নিয়ে কটূক্তি করেছেন তো কখনও আবার শাহরুখ-আমিরকে। ফের সেই অতীতের সরণীতেই হাঁটলেন অভিনব। ফের বলিউডের দুই খান শাহরুখ ও সলমনের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে পরিচালক উঠে এলেন আরও একবার চর্চায়। ঠিক কী বললেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব বলেন, "শাহরুখ বা সলমন তাঁরা কেউই কোনওভাবে সুপারস্টার নন। কীসের সুপারস্টার তাঁরা? যারা দেশের জন্য কিছু করেন, সমাজে পরিবর্তন আনেন যারা তাঁরাই হলেন আসল সুপারস্টার। শাহরুখ বা সলমন নন। ওরা তো শুধুই অভিনেতা। অভিনয় করে অর্থ উপার্জন করেছেন মাত্র। আর শুধু অভিনয়ই নয়, অর্থ উপার্জনের ওরা পান মশলার বিজ্ঞাপন করেন, বিয়েবাড়িতে নাচেন। এভাবে কি কেউ সুপারস্টার হতে পারে?"
একইসঙ্গে অভিনব আরও বলেন যে, "আমি এই সুপারস্টার তকমার সঙ্গে একেবারেই বিশ্বাস করি না। আর তাই আমি বিশ্বাস করি না যে, শাহরুখ খান একজন সুপারস্টার। আমি শুধু একটাই তারাকে চিনি। আর সেটা হল আকশের তারা। এর বাইরে আর কোনও তারা আমার পরিচিত নই। এসবকিছুই মানুষকে ভুল বোঝানোর একটা পদ্ধতি। হ্যাঁ, একজন অভিনেতা হিসেবে শাহরুখ অবশ্যই অনেক ভালো ভালো ছবিতে দারুণ অভিনয় করেছেন। তাঁর কিছু ছবি ফ্লপও হয়েছে। তবে এর মানেই সে কেউকেটা হয়ে যায়নি। এরকম বহু অভিনেতা তাঁর আগে এসেছে আগামীতেও আসবে। কাজেই এসব নিয়ে এত ভাবার কিছুই নেই।"
