সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুল প্রচলিত প্রবাদবাক্য- 'জন্ম, মৃত্যু, বিয়ে- তিন বিধাতা নিয়ে'। আর সেলেবপাড়ায় তড়িৎগতিতে বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ নতুন নয়! কখনও বিয়ে আবার কখনও বা দাম্পত্য ভাঙার খবরে উত্তাল হয়েছে সিনেদুনিয়া। এবার গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রীর সঙ্গে মোহরের (ঐন্দ্রিলা) প্রাক্তনের সাতপাকে বাঁধা পড়ার খবরে হইচই। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! যেখানে অতীত-বর্তমান মিলেমিশে একাকার।
টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বিচ্ছেদযন্ত্রণা পেরিয়ে দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যজীবন শুরু করলেন মোহরের প্রাক্তন হৃতজিৎ রায়চৌধুরী। আর মীনাক্ষী-হৃতজিতের সেই প্রেমের আখ্যানই বর্তমানে চর্চার শিরোনামে। ২০২৩ সালে দুর্নিবার সাহার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মীনাক্ষীর। তাঁদের তিক্ততা নিয়ে কম চর্চা হয়নি টলিপাড়ায়। সেবছরই আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক মোহরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন গায়ক। এবার দু'বছর বাদে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গায়কের প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পাত্র দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহরের প্রাক্তন হৃতজিৎ।
দিন কয়েক আগেই তাঁদের চার হাত এক হয়েছে। আর বৃহস্পতিবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক রিসেপশন পার্টির আয়োজন করেছেন মীনাক্ষী-হৃতজিৎ। মীনাক্ষীর সঙ্গে সরাসরি বিনোদুনিয়ার কোনও সম্পর্ক নেই বটে, তবে সঙ্গী হৃতজিৎ খ্যাতনামা প্রযোজনা সংস্থার কালার কারেকশনের দায়িত্ব সামলান। বিয়ে ভাঙার পর দীর্ঘদিন লাইমলাইটের অন্তরালে মিনাক্ষী। অন্যদিকে বছরখানেক আগে হৃতজিতের সঙ্গে মোহরের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সেসব অধ্যায় এখন অতীত। নিজেদের প্রাক্তন সঙ্গীর বর্তমানের প্রাক্তনের হাত ধরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। জানা গেল, মীনাক্ষী-হৃতজিৎ পরস্পরকে সোশাল মিডিয়ায় অনুসরণ করলেও একসঙ্গে তাঁদের কোনও ছবি নেই। সম্ভবত, কটাক্ষ কিংবা অহেতুক চর্চা এড়াতেই এহেন সিদ্ধান্ত দুজনের। হয়তো নিভৃতেই দাম্পত্য লালন করতে চান তাঁরা।
