shono
Advertisement
Nachiketa Chakraborty

হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কবে ছাড়া পাচ্ছেন নচিকেতা?

গায়কের শারীরিক পরিস্থিতি এখন কেমন?
Published By: Sandipta BhanjaPosted: 09:15 PM Dec 11, 2025Updated: 09:43 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই আচমকা বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। সেইমতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে। গত মঙ্গলবার কোচবিহার থেকে ফিরেই নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, গায়কের শারীরিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো।

Advertisement

গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছিল অনুরাগীমহল। কবে তিনি বাসপাতাল থেকে ছা়ড়া পাচ্ছেন? সেই কৌতূহলও প্রকাশ করেছেন তাঁরা। এবার জানা গেল, সব ঠিক ঠিক থাকলে শুক্রবারই নচিকেতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকতে হবে তাঁকে। এর আগে সংবাদমাধ্যমের কাছে নচিকেতাকন্যা জানিয়েছিলেন, গায়ক দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নচিকেতাকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বরাবরই সুসম্পর্ক। পুজোর সময়েই এক উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গায়ককে প্রায় কড়াভাবে ভালো করে খাওয়াদাওয়া করার পরামর্শ দিতে শোনা গিয়েছিল তাঁকে। সম্প্রতি নচিকেতার অস্ত্রোপচার হওয়ার পরও হাসপাতালে ছুটে যান দেখতে। এবার অনুরাগীদের জন্য সুখবর। ১২ ডিসেম্বর, শুক্রবার নচিকেতার বাড়ি ফেরার কথা জানা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গেল, গায়কের শারীরিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো।
  • সব ঠিক ঠিক থাকলে শুক্রবারই নচিকেতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
Advertisement