সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এসে মাঝেমাঝেই মেজাজ হারাতে দেখা যায় প্রবীণ অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চনকে (Jaya Bachchan)। বিশেষ করে পাপারাজ্জিদের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক। সম্প্রতি পাপারাজ্জিদের কটাক্ষ করে আলোচনায় উঠে এসেছিলেন জয়া। বেশ কিছুদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে জয়া বচ্চন রীতিমতো পাপারাজ্জিদের একহাত নেন। পাপারাজ্জিদের উদ্দেশ্যে জয়ার সেই আক্রমণাত্বক উক্তি নেটপাড়া জুড়ে নতুন বিতর্কের জন্ম দেয়। এবার নাম না করেই এক অনুষ্ঠানে জয়াকে কটাক্ষ বাণে বিঁধলেন শত্রুঘ্ন সিনহা। ঠিক কী বলেন তিনি?
সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন প্রবীন অভিনেতা। আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে এসে প্রবীণ অভিনেতা তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা তো ভালো পোশাকই পরেন দেখছি। আর পড়াশোনাও যথেষ্ট করেছেন বলেই মনে হয়।" হাসতে হাসতে সংবাদমাধ্যমকে করা এই প্রশংসায় খুশির ঝিলিক দেখা যায় সাংবাদিকদের মুখেও। আর এখান থেকেই অনেকের মনে প্রশ্ন জাগছে তাহলে কি নাম না করে জয়াকেও কটাক্ষই করলেন এভাবে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)?
বলে রাখা ভালো, ওইদিন পাপারাজ্জিদের দিকে কুমন্তব্য করেন জয়া। বলেন, “কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? আমাকে সাংবাদিক ঠিক কেমন হন তা বোঝাতে আসবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিক কীভাবে নিজেকে তুলে ধরেন। আমার বাবা নিজে একজন সাংবাদিক ছিলেন।” এই যে এরা একটা ফোন হাতে নিয়ে চলে এসেছে। এঁদের কী যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? নোংরা জামাকাপড় পরে, যেমন ভাবে ইচ্ছা চলে এসেছে। নিজেদের কী মনে করে এরা? হাতে একটা ফোন আছে মানেই কি সব করতে পারেন এনারা? সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। শুধু তারকাদের ছবি মুঠোফোনে বন্দি করলেই নিজেকে সাংবাদিক বলা যায় না। তার জন্য পড়াশোনার প্রয়োজন।”
