সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি সালের অভিশপ্ত অধ্যায় কাটিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিয়া চক্রবর্তী। তবে সুশান্ত সিং রাজপুত মামলার শাপমোচনের পর সঞ্চালিকা হিসেবে এমটিভির পর্দায় ধরা দিলেও এযাবৎকাল বলিউডের কোনও সিনেমা বা সিরিজে তাঁকে দেখা যায়নি! বরং অভিনয়ের থেকে দূরত্ব বাড়িয়ে তিনি বর্তমানে ব্যবসায় মন দিয়েছেন। আর তাতেই কোটি কোটি টাকার মালকিন এখন রিয়া চক্রবর্তী। একবছরে তাঁর আয়ের অঙ্ক জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে। টাকা নয়ছয়ের অভিযোগও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। ২৭ দিন বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তাঁকে শ্রীঘরে। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশাল মিডিয়া ট্রায়াল থেকে। মুম্বই নিবাসী বঙ্গকন্যা রিয়া চক্রবর্তীর নামোল্লেখ করে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল বঙ্গসমাজকেও। জীবনের কালো অধ্যায় কাটিয়ে অনেক আগেই মূলস্রোতে ফিরেছেন রিয়া। চলতি বছর মার্চ মাসে সিবিআইয়ের জমা দেওয়া অন্তিম রিপোর্টে সুশান্ত মামলায় তাঁর শোপমোচন হয়েছে। কিন্তু সেই 'অভিশপ্ত অধ্যায়ে'র পর আর বলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করেননি অভিনেত্রী। বরং অভিনয়কে আলবিদা জানিয়ে নিজস্ব পোশাক সংস্থা খুলেছেন রিয়া। যার নাম 'চ্যাপ্টার ২ ড্রিপ'। কেমন চলছে সেই ব্যবসা? সেবিষয়েই সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
রিয়া চক্রবর্তী জানান, জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে যাঁরা মূলস্রোতে ফিরেছেন, তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি। আর সেই মন্ত্রবলেই তিল তিল করে গত একবছরে ৪০ কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছেন রিয়া এবং তাঁর ভাই শোভিক। সেকথা বলতে গিয়ে রিয়া ফিরে যান কুড়ি সালের সেই গ্রেপ্তারির দিনটিতে। যেদিন অভিনেত্রীর পরনে টি-শার্ট তুমুল শোরগোল ফেলে দিয়েছিল। রিয়া বলেন, "গ্রেপ্তারির দিন আমি যে টিশার্টটা পরেছিলাম, তাতে লেখা ছিল- 'গোলাপ লাল, বেগুনী... চলো তুমি-আমি পুরুষতন্ত্রকে ভেঙে ফেলি।' সেদিন আমি মুখ খুলতে না পারলেও আমার হয়ে ওই টি-শার্টই সকলের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছিল। আর ঠিক সেমুহূর্তটাই আমাকে ভাবিয়েছিল, পোশাকের মাধ্যমে কীভাবে বার্তা দেওয়া যায়। ক্যাট পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর তুলে নামী কলেজে আমার ভাইয়ের এমবিএ করার কথা ছিল, কিন্তু বদলে ওকে জেলে যেতে হয়। আমাদের কেরিয়ার একেবারে শেষ হয়ে যায়। আমি আর ভাই দুজনেই নতুন কিছু একটা করতে চাইছিলাম। আর সেভাবেই বার্তা দেওয়া টি-শার্টের ব্যবসা শুরু করার ভাবনা মাথায় আসে আমাদের।"
জানা গেল, ১ কোটি টাকা নিয়ে যে ব্যবসা শুরু করেছিলেন সেই 'চ্যাপ্টার ২ ড্রিপ' বর্তমানে ৪০ কোটির হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের আগস্টে অনলাইন ব্যবসা শুরু করেন রিয়া চক্রবর্তী। যেখানে বিভিন্ন দামের জিনস, টি শার্ট থেকে কো-অর্ড সেটের মতো রকমারি সম্ভারও রয়েছে।
