সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক, দাম্পত্য নিয়ে অভিনেত্রী শেফালি শাহ বারবার নানা তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। শেফালির প্রথম বিয়ে হর্ষ ছায়ার সঙ্গে। সেই বিয়ে টেকেনি। বিভিন্ন সাক্ষাৎকারে কমবেশি হর্ষের সঙ্গে দাম্পত্যজীবন কতটা তিক্ত ছিল সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শেফালি। সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে ফের এই নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন প্রথম বিয়ের পর ঠিক কতটা ঝড় গিয়েছিল তাঁর জীবনে। ঠিক কী কী সহ্য করতে হয়েছে তাঁকে সেই নিয়েও মুখ খোলেন খোদ অভিনেত্রী।
অতীতচারণা করে শেফালি বলেন, "আমাকে কেউ কখনও বলেনি যে, তোমার জন্য তুমি একাই যথেষ্ট। তোমার কাউকে দরকার নেই। তোমার ভাই, স্বামী, বন্ধু কাউকে না। যদি সম্পর্কের মূল্যায়ন ঠিক করে হয়, সম্পর্কে যদি তুমি ভালো থাকো তাহলে খুব ভালো। কিন্তু তা যদি না থাকো তাহলে বুঝতে হবে তুমি তোমার প্রাপ্য মূল্য পাচ্ছ না। আমাকে কেউ কখনও এই কথা বলেনি। এটা এমন একটা বিষয় যা প্রতিদিন একটু একটু করে শেষ করে দিতে পারে। দিনের পর দিন সহ্য করতে করতে একদিন মনে হবে যে, সম্পর্কটা মেরে ফেলছে। আর এই লড়াই চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই চিন্তাভাবনা আমার মধ্যে এসেছিল প্রথম বিয়েটা করার পর। তখনই আমি সবথেকে কঠিন পরিস্থিতির শিকার হই এবং জীবন আমাকে অনেক শিক্ষা দেয়।"
একইসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় যে, শেফালির জীবনে যদি তারপরও প্রেম না আসত তাহলে তিনি কি করতেন? এই প্রশ্নের উত্তরে শেফালি বলেন, "আমাকে অনেকেই এই প্রশ্ন সেই সময় করেছিল। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমি প্রথমদিকে ভেবেই নিয়েছিলাম যে, আমার জীবনে যা খুশি ঘটুক আমি একা থাকব। নিজের জন্য ভাবব। এমনিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে। নিজের জন্যও ভাবা দরকার। এক জীবনে সবাইকে খুশি করা সম্ভব নয়। আর তা আমি খুব ভালোভাবেই ওই সময় বুঝে গিয়েছিলাম। পিজ্জার মতো সবাইকে সন্তুষ্ট করতে আমি পারব না।" একইসঙ্গে বলে রাখা ভালো বেশ কিছুদিন আগে তিরিশ বছর আগেকার স্মৃতিচারণা করে শেফালির প্রাক্তন স্বামী নাম না করেই কটাক্ষ করেন। যা দেখে সিংহভাগ মানুষ বুঝেছিলেন যে, হর্ষ তা শেফালিকেই করেছেন। সেই পোস্টে হর্ষ তুলে ধরেছিলেন পরকীয়ার অভিযোগ। নিজের দোষ ঢাকতে অন্যকে ক্রমাগত দোষারোপ করার মতো বিষয়ও তুলে ধরেছিলেন হর্ষ। অনেকেই সেই পোস্টে এসে হর্ষকে সমর্থনও করেন। হর্ষ ও শেফালির বহু বছর আগে পথ আলাদা হলেও আজও অভিনেত্রীকে তাড়া করে তা আরও একবার নিজমুখেই খোলসা করেছেন শেফালি।
