সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের পুজোয় মুক্তি পায় উইন্ডোজের প্রথম থ্রিলার ঘরানার ছবি 'রক্তবীজ'। সেই পুজোয় এই ছবি হয়েছিল সুপারডুপার হিট। ছবির শেষেই মিলেছিল এই ছবির সিক্যুয়েলের ইঙ্গিত। চলতি বছরের মার্চ মাসে সেই জল্পনার অবসান ঘটিয়ে শুটিং শুরু হুয়েছিল এই পুজোয় মুক্তি পাবে 'রক্তবীজ-২'। সম্প্রতি থাইল্যান্ডে ছবির গানের শুটিং সেরে শহরে ফিরেছে ছবির টিম।
এই ছবির হাত ধরেই পুনরায় পর্দায় ফিরছে সংযুক্তা ও পঙ্কজ। সেই চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। সঙ্গে রয়েছেন অঙ্কুশ হাজরাও। এই ছবিতে নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায়। এই ছবিতে তাঁকে ও অঙ্কুশকে দেখা যাবে জুটিতে। 'রক্তবীজ' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরাকে। তবে কয়েক ঝলকেই বোঝা গিয়েছিল যে খলচরিত্রে রয়েছেন তিনি। তবে এসবের পাশাপাশি সবথেকে বেশি যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের এই ছবির হাত হরে বহু বছর পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন। রক্তবীজ মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন যে খুব তাড়াতড়ি সিক্যুয়েল আসবে। আর ঠিক সেইমতোই এই পুজোতে আসছে 'রক্তবীজ ২'। তবে তার আগে বুধবার নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখলেন, 'রক্তবীজে"র পর আরও একবার প্রবাদপ্রতিম শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ হলো। 'রক্তবীজ ২' এবার পুজোয় বড় পর্দায়। এই ছবিটা তোলা হয়েছিল স্যারকে যেদিন স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলাম। আশীর্বাদ করে বলেছিলেন আরও ভালো কাজ করো, বড় হও। বলছিলেন, 'আর কি পারবো কাজ করতে' আমি বললাম, কথা দিয়েছেন পাঁচটা সিনেমা করবেন আমাদের সাথে। সবে দুটো হয়েছে, আর তিনটে বাকি।'
