shono
Advertisement
Shilpa Shetty

পাপারাজ্জির মুখে গুটখা দেখেই তেড়ে গেলেন শিল্পা শেট্টি, ধমক 'এদিকে আয় তুই...'

ফটোশিকারিকে ধমকে কী বললেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 05:32 PM Jul 16, 2025Updated: 05:32 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারিদের দেখলেই দূরছাই করেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান, এমন তারকাদের সংখ্যা নেহাত কম নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সলমন খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। নবীন প্রজন্মের মধ্যেও এই 'পাপারাজ্জি এলার্জি' বিষয়টা রয়েছে। তবে শিল্পা শেট্টি এক্ষেত্রে ব্যতিক্রম। ফটোশিকারিদের সামনে পেয়ে দূরছাই নয়, বরং গুটখা খেতে দেখে গুরুজনদের মতোই শাসন করলেন অভিনেত্রী।

Advertisement

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগন। প্রশ্ন উঠেছিল, তাঁদের মতো প্রথমসারির তারকারা যদি তামাকজাত দ্রব্য কিংবা গুটখার বিজ্ঞাপন করেন, তাহলে নবীন প্রজন্ম কি শিখবে? কিংবা প্রিয় তারকাদের গুটখা খেতে দেখে অনেক সময়েই সেটা অনুকরণ করে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনুরাগীরা। এবার এক পাপারাজ্জিকে গুটখা খেতে দেখে প্রতিবাদে গর্জে উঠলেন শিল্পা শেট্টি। গত কয়েক বছরে একাধিকবার স্বামী রাজ কুন্দ্রার জন্য বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন অভিনেত্রী। কখনও বা আবার বেআইনি সম্পত্তির মালকিন হিসেবে আইনি জটিলতায় পড়ে নিন্দুকদের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। তবে এবার তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদে গর্জে উঠলেন শিল্পা, তাতে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ফটোশিকারিরাই।

ঠিক কী ঘটেছে? বর্তমানে 'সুপার ডান্স' রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে ব্যস্ত শিল্পা। সামনেই ১৯ জুলাই শোয়ের প্রিমিয়ার। তাই টিমের ব্যস্ততা আরও তুঙ্গে। আর পাঁচদিনে মতোই শিল্পা সেটে ঢুকছিলেন। তবে এদিন প্রিমিয়ার শোয়ের শুট থাকায় স্পেশাল সাজপোশাকে ধরা দিলেন তিনি। ফটোশিকারিরাও অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করার জন্য ঠায় পায় দাঁড়িয়ে ছিলেন। সেখানেই ঘটল এমন কাণ্ড। এক পাপারাজ্জিকে গুটখা চেবাতে দেখেই চেঁচিয়ে উঠলেন তিনি। শুধু তাই নয়, তেড়েফুড়ে গিয়ে ধমক দিয়ে বললেন, 'তুই আয় এদিকে। দেখি, তোর মুখ দেখা।' শিল্পার কথায় লজ্জায় ওই ফটোশিকারি দুহাতে মুখ ঢাকলেও পার পাননি! আশেপাশের ফটোশিকারিরা ফাঁস করে দেন যে, গুটখা খাওয়ার বদভ্যাস এখনও ত্যাগ করেননি সেই ব্যক্তি। এতেই শিল্পা চোখরাঙিয়ে বলেন, 'গুটখা খাওয়াটা বন্ধ কর।' সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই শিল্পা শেট্টির প্রশংসায় পঞ্চমুখ সকলে। অনুরাগীদের মন্তব্য, 'ভালো চান বলেই শাসন করেছেন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তামাকজাত দ্রব্য খাওয়ার বদভ্যাসে ফটোশিকারির উপর রেগে কাঁই অভিনেত্রী!
  • বর্তমানে 'সুপার ডান্স' রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে ব্যস্ত শিল্পা।
  • শিল্পা চোখরাঙিয়ে বলেন, 'গুটখা খাওয়াটা বন্ধ কর।'
Advertisement