সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বেশ কিছুদিন আগেই নতুন পাঞ্জাবি ছবি 'সিং ভার্সেস কৌর ২' -এর শুটিংয়ে পৌঁছেছিলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে এই ছবির শুটিং। পরিচালক নবনীত সিংয়ের পরিচালনায় এই ছবির শুটিংয়ে কলকাতায় আসেন পর্দার এই জুটি। ছবিতে বঙ্গকন্যার চরিত্রে দেখা যাবে শেহনাজকে। ৫ জুলাই পর্যন্ত কলকাতায় এই ছবির শুটিং চলবে সেই খবর আগেই জানা গিয়েছিল। এবার শুটিংয়ের মাঝেই প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার।
খবর ছিল সব ঠিক থাকলে শেহনাজ ও গিপ্পির এই ছবি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে। এবার সেই খবরে পড়ল সিলমোহর। শনিবার প্রকাশ্যে এল 'সিং ভার্সেস কৌর ২' ছবির মোশন পোস্টার। তার পাশাপাশি দিন ঘোষণা হল এই ছবি মুক্তিরও। শনিবার প্রযোজনা সংস্থার অফিশিয়াল সোশাল মিডিয়া পেজে মোশন পোস্টার প্রকাশ্যে আসে তার পাশাপাশি জানানো হয় ২ অক্টোবর মুক্তি পাবে শেহনাজ ও গিপ্পির এই ছবি।
এই ছবির সঙ্গে রয়েছে কলকাতার এক নিবিড় যোগ। তবে তা কীভাবে থাকবে তা নিয়ে মুখ খোলেননি কেউই। এই ছবির প্রযোজনা করছে যৌথভাবে বাংলার নামী প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। চরিত্রের জন্য রীতিমতো বাংলা ভাষা শিখছিলেন তিনি। কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজোও দেন অভিনেত্রী। ইচ্ছাপ্রকাশ করেছিলেন কলকাতার বিরিয়ানি ও নানা খাবার চেখে দেখার। ২০১৩ সালে নবনীত সিংয়ের পরিচালনায় সিং ভার্সেস কৌর ছবিরই সিক্যুয়েল এই ছবি। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন গিপ্পি এবং সারভিন চাওলা। এবার অপেক্ষা সেই ছবিরই পরের অংশ দেখার।
