সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমায় 'অমর সঙ্গী'র সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। এখন নীল ও শ্যামৌপ্তিকে এই একই নামের সিরিয়ালে দেখা যাচ্ছে। এর মধ্যেও আবার বড়পর্দায় 'অমর সঙ্গী'। এবারে সোহিনী সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়ের আজব প্রেমের তাজ্জব করে দেওয়া গল্পের পালা। ছবির পোস্টারে ঘনীভূত রহস্য।
'এটাও প্রেমের গল্প, একটু অন্যরকম।' ক্যাপশনে একথা লিখেই পোস্টারটি শেয়ার করেছেন সোহিনী ও বিক্রম। পোস্টারে সোহিনীর ছবিটি সাদা-কালো। আর নায়িকার পিঠে চেপে বসেছেন বিক্রম। জানা গিয়েছে, দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রেমের গল্প হলেও তাতে ভূতুড়ে কারবার দেখতে পাওয়া যাবে। আর নায়ক-নায়িকার মধ্যে দুষ্টু-মিষ্টি রসায়নও থাকবে।
আগামী বছরের শুরুতেই, ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোহিনী-বিক্রমের 'অমর সঙ্গী'। ছবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সোহিনী বলেন, "খুব ভালো লেগেছিল 'অমর সঙ্গী'র স্ক্রিপ্টটা, সেই কারণেই রাজি হয়েছিলাম। তাছাড়া পরিচালক দিব্যকে অনেকদিন ধরেই চিনি। দিব্য মুম্বইতে আমাজন প্রাইমে ভালো কাজ করেছে। শুটিংয়ের সময় আমরা খুব মজা করেছি। প্যাকআপের পর বাড়ি ফেরার আগে রোজ আড্ডা দিতাম। এছাড়া অনেকদিন পর আমি রোম্যান্টিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি দর্শকরা আমাদের এই জুটিকে পছন্দ করবেন।"
বিক্রমও চিত্রনাট্য দেখেই ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন। "এইরকম মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করতে পারা সত্যিই আনন্দের। আমার কেরিয়ার এ যেমন 'শেষ পাতা'র মত বিষয়ধর্মী সিনেমা আছে, তেমনই অ্যাকশন ফিল্ম 'পারিয়া' রয়েছে। কিন্তু 'অমর সঙ্গী' যে কারণে আলাদা সেটা হল যে এটি হরর রোম্যান্টিক কমেডি", বললেন অভিনেতা
দক্ষিণ কলকাতার রাসবিহারী, দেশপ্রিয় পার্ক অঞ্চলে ছবির শুটিং করেছেন দিব্য চট্টোপাধ্যায়। পরিচালকের কথায়, "বিক্রম, সোহিনীর সাথে আমার বহুদিনের পরিচিতি। প্রযোজক অভিনব আমার হাই স্কুলের বন্ধু। সিনেমাটোগ্রাফার অভিমন্যু আর আমি মুম্বইয়ে একই বিল্ডিংয়ে থাকি। এই সমস্ত কারণে শুটিংটা একটা পিকনিকের মত মনে হত। আর প্রেম, খুনসুটি, সম্পর্ক, সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এই সব নিয়ে আমাদের ছবিই 'অমর সঙ্গী'।"
