সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেফালি জরিওয়ালার (Shefali Jariwala Death) মৃত্যুতে গত শুক্রবার থেকেই তোলপাড় বিনোদুনিয়া। মাত্র বিয়াল্লিশেই প্রয়াত হিন্দি সিনেদুনিয়ার ‘রাতপরী’। যাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই এযাবৎকাল হাসিখুশি জীবনযাপনের ঝলক মিলত, সেই তরতাজা প্রাণ কীভাবে অচিরেই ঝরে গেল! কিছুতেই তাঁর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরা। জীবদ্দশায় লাইমলাইটের অন্তরালে থাকলেও বিগত একসপ্তাহ ধরে 'কাঁটা লাগা গার্ল'কে নিয়ে চর্চার জোয়ার। অনেকেই আবার 'কাঁটা লাগা রিমিক্স'-এর দ্বিতীয় পার্ট চাইছেন। এমতাবস্থাতেই প্রয়াত শেফালিকে নিয়ে বেফাঁস সোনা মহাপাত্র।
২০০২ সালে বিনয় সাপ্রু এবং রাধিকা রাও 'কাঁটা লাগা' গানের রিমেক তৈরি করেন। যে মিউজিক ভিডিওতে শরীরী হিল্লোল আর আবেদনে একটা গোটা প্রজন্মকে মাতোয়ারা করে দিয়েছিলেন শেফালি জরিওয়ালা। সম্প্রতি তাঁর মৃত্যুর পরই সেই রিমেক গানের নির্মাতারা ঘোষণা করেন, "আর কোনওদিন এই গানের সিক্যুয়েল তৈরি করব না। শেফালি জরিওয়ালার কোনও রিপ্লেসমেন্ট হয় না। আমাদের কাছে ও-ই আজীবন কাঁটা লাগা গার্ল হয়ে থাকবে।" আর নির্মাতাদের এমন মন্তব্য নিয়েই আপত্তি তোলেন সোনা মহাপাত্র।
সোনা বরাবরই স্পষ্টবাদী। সোজাসাপটা কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার! বিস্ফোরক মন্তব্যের জন্য অবশ্য কম বিপাকে পড়তে হয়নি সোনা মহাপাত্রকে। এবার প্রয়াত মডেল-অভিনেত্রীকে নিয়ে বেফাঁস কথা বলে ফের চর্চার শিরোনামে গায়িকা। সোনা সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে লিখেছেন, "কাঁটা লাগা তৈরি করেছিলেন তিন কিংবদন্তী। গীতিকার, সুরকার তথা গায়ক আরডি বর্মন, মজরুহ সুলতানপুরি, লতা মঙ্গেশকর। এবার এই আকস্মিক প্রয়াণের প্রচার করে লোকজন যাদের 'নির্মাতা' বলে দাবি করছে, সেটা পিআর ছাড়া কিছুই নয়।" এরপর নাম না করেই বিনয় সাপ্রু এবং রাধিকা রাওকে কটাক্ষ করে তাঁর সংযোজন, "এরা দুজন শুধু ১৯ বছর বয়সি একটি মেয়েকে নিয়ে নোংরা ভিডিও ছাড়া আর কিছুই বানায়নি। অবশ্যই এই চটুল গানের জন্য কিংবদন্তীদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। হ্যাঁ, ৪২ বছর বয়সে প্রয়াত শেফালির জন্য RIP এবং বাকি সমস্ত সমবেদনা ঠিক আছে, কিন্তু তাই বলে ওঁর লিগ্যাসি?" সোনা মহাপাত্রর এহেন মন্তব্য হু হু করে ভাইরাল হয়ে যায়। পালটা নিজেও কটাক্ষের শিকার হন। একাংশের মতে, আরে ওঁকে শান্তিতে অন্তত মরতে দিন। কেউ বলছেন, নির্মাতাদের বিঁধতে গিয়ে শেফালিকে ছোট করার কোনও প্রয়োজন ছিল বলে মনে করি না। সবমিলিয়ে গায়িকার বিস্ফোরক মন্তব্য নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া।
