shono
Advertisement

Breaking News

Tollywood News

১৪ বছর পর অনিন্দিতার সঙ্গে জুটি বাঁধছেন রণজয়, ধারাবাহিক না বড়পর্দা, কোথায় দেখা যাবে তাঁদের?

শেষবার রণজয়কে পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে।
Published By: Arani BhattacharyaPosted: 04:57 PM Dec 06, 2025Updated: 09:00 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ তাঁকে দেখা গিয়েছিল ছোটপর্দায় 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। তিনি অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। শেষবার রণজয়কে পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে। সেই ধারাবাহিক শেষ হয়েছে প্রায় তিনমাস। এর মাঝে গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল যে, জীতু কমলের বিতর্কিত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ নাকি জীতুর জায়গায় দেখা যাবে রণজয়কে। সেই গুঞ্জন যে একেবারেই সত্যি নয় তা আগেই নিজে জানিয়েছিলেন রণজয়। জানিয়েছিলেন যে, এই মুহূর্তে তাঁর ধারাবাহিকে ফেরার কোনও পরিকল্পনা নেই। কেন এরকম গুঞ্জন ছড়াচ্ছে তা সত্যিই তিনি জানেন না। তবে সেই গুঞ্জনে ইতি টানলেও এবার সত্যিই পর্দায় ফিরছেন রণজয়। তবে ছোটপর্দায় নয় বরং বড়পর্দায় ফিরছেন তিনি। বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা বসুকে (Anindita Basu)।

Advertisement

নতুন ছবির হাত ধরে প্রায় চোদ্দ বছর পর অনিন্দিতার সঙ্গে জুটি বাঁধছেন রণজয়। ২০১১ সালে 'ঘরে ফেরার গান' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এতদিন পর অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে খুশি রণজয়। থ্রিলার ঘরানার এই ছবির পরিচালক সৌম্য রায়চৌধুরী। নতুন কাজ নিয়ে বাংলা এক সংবাদমাধ্যমকে রণজয় বলেছেন, "ছবির গল্প দারুণ। সৌম্য রায়চৌধুরীর পরিচালনায় এই ছবি। ও নতুন পরিচালক। ছবিটা খুব মন দিয়ে করছে। এখনই ছবির গল্প খুব একটা খোলসা করতে চাই না। আশা করি দর্শকের ভালো লাগবে। দর্শক এই ছবিতে ফের আমাকে আর অনিন্দিতাকে জুটিতে দেখতে পাবে।'

অন্যদিকে ছবির নায়িকা অনিন্দিতা বেশিরভাগ সময়টাই থাকেন মুম্বইয়ে। পুরোদস্তুর থ্রিলারধর্মী এই ছবি নিয়ে নানা পরিকল্পনা শুরু হলেও ছবি নিয়ে খুব একটা মুখ খুলতে নারাজ ছবির টিমের কেউই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুঞ্জনে ইতি টানলেও এবার সত্যিই পর্দায় ফিরছেন রণজয়।
  • তবে ছোটপর্দায় নয় বরং বড়পর্দায় ফিরছেন তিনি।
  • বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা বসুকে।
Advertisement