shono
Advertisement
Sonu Nigam

আইফা'তে মনোনয়ন পাননি সোনু নিগম, 'এক ঢিলে' বিঁধলেন রাজস্থান সরকার ও বলিউডকে! কেন?

আইফা'তে মনোনয়ন না পেয়ে বিস্ফোরক সোনু নিগম, কী বললেন গায়ক?
Published By: Sandipta BhanjaPosted: 02:08 PM Mar 12, 2025Updated: 02:08 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফা নিয়ে বরাবরই বলিউডের মাতামাতি। ফি বছর পুরস্কারের মনোনয়ন এবং বিজয়ীদের তালিকায় উপর নজর থাকে বিনোদুনিয়ার। এবারও তার অন্যথা হয়নি। তবে এবার বিদেশের মাটিতে নয়, বরং দেশে আয়োজিত হয়েছিল আইফা অ্যাওয়ার্ড। যার জন্য মুম্বই থেকে ঝাঁকে ঝাঁকে সেলেবরা 'পিঙ্ক সিটি' জয়পুরে উড়ে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ। তবে তার রেশ এখনও বহাল তবিয়তে রয়েছে। সোশাল পাড়ায় নিত্যদিন তারকাদের পারফরম্যান্স নিয়ে চর্চা চলছে। সেই আবহেই 'আইফা' নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন সোনু নিগমের (Sonu Nigam)। শুধু তাই নয়, 'এক ঢিলে' বিঁধলেন রাজস্থান সরকারকেও।

Advertisement

২৫তম আইফা পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি সোনু নিগম। 'ভুল ভুলাইয়া ৩' ছবির 'মেরে ঢোলনা' গানের জন্য গোটা বছর চর্চার শিরোনামে থেকেছেন সোনু। শ্রোতা-অনুরাগীরাদের তরফেও প্রশংসা কুড়িয়েছেন বিস্তর। কিন্তু সেই গান সুপারহিট হওয়া সত্ত্বেও আইফার মতো মঞ্চে তাঁর নাম নেই! কেন? সেই অভিযোগ তুলেই বিস্ফোরক সোনু নিগম। তিরস্কার করতে ছাড়লেন না রাজস্থান সরকারকেও। যেহেতু, এবারের আইফার ভেন্যু ছিল জয়পুর। সোশাল মিডিয়ায় আইফা প্লেব্যাক গায়কদের মনোনয়ন তালিকা শেয়ার করে সোনু নিগম লিখেছেন, 'ধন্যবাদ আইফা। হাজার হোক, তোমাদের তো রাজস্থান সরকারের কাছে জবাবদিহি করতে হবে।'

উল্লেখ্য, এবারের মনোনয়ন তালিকায় ছিলেন মিত্রাজ (আঁখিয়া গুলাব), অরিজিৎ সিং (সজনি), করণ আজুলা (তউবা তউবা), বাদশা (নয়না), জুবিন নটিয়াল (দুয়া), দিলজিৎ দোসাঞ্ঝও। কিন্তু সোনু নিগমের নাম নেই। সকলকে টেক্কা দিয়ে এবছরের সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতে নিয়েছেন জুবিন নটিয়াল। সেই প্রেক্ষিতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনু। কিন্তপ রাজস্থান সরকারকে কেন টানলেন? কৌতূহল অস্বাভাবিক নয়!

গত ডিসেম্বর মাসে সোনু নিগম 'রাইজিং রাজস্থান' অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানেই গোল বাঁধে! সোনুর গান গাওয়ার মাঝেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং প্রশাসনিক স্তরের একাধিক ব্যক্তি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। আর তাতেই অপমানিত বোধ করেন সোনু নিগম। দিন কয়েক বাদে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করে তিনি বলেছিলেন, "আপনারাই যদি শিল্পীদের যদি সম্মান করতে না পারেন, তাহলে আমজনতা কী করবে? যদি শো ছেড়ে বেরিয়ে যাওয়ারই হয়, তাহলে আসবেন না। নইলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বেরিয়ে যাবেন। শিল্পী গান গাওয়ার মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়া খুবই অসম্মানজনক। এটা মা সরস্বতীর অপমান।" জয়পুরে আয়োজিত আইফাতে মনোনয়ন না পেয়ে এবার সেই প্রসঙ্গ টেনেই রাজস্থান সরকারকেও বিঁধলেন সোনু নিগম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'আইফা' নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন সোনু নিগমের। 'এক ঢিলে' বিঁধলেন রাজস্থান সরকারকেও।
  • ২৫তম আইফা পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি সোনু নিগম।
  • সোনু নিগম লিখেছেন, 'ধন্যবাদ আইফা। হাজার হোক, তোমাদের তো রাজস্থান সরকারের কাছে জবাবদিহি করতে হবে।'
Advertisement