সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের বয়স মোটে পাঁচ বছর। তবে মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে 'নিশ্চিন্ত আশ্রয়'। ২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। তাঁর জীবনে এখন 'নতুন বসন্তে'র ছোঁয়া। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন ইতি-উতি ঘুরতে। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই জুটির ক্যামেরাবন্দি রোম্যান্টিক সব মুহূর্ত দেখা যায়। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি ছাদনাতলায় এক হচ্ছে মধুমিতা-দেবমাল্যর চার হাত। এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধির তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খোলেন মধুমিতা।
কবে, কোথায় বিয়ের পরিকল্পনা রয়েছে? মধুমিতা আগেভাগেই এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, শীতকাল তাঁর এবং দেবমাল্যর প্রিয় মরশুম। আর সেই মাফিকই নাকি ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ। বিয়ের সাজপোশাক নাকি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন মধুমিতা সরকার। যদিও সাতপাকে কবে বাঁধা পড়ছেন? সেপ্রসঙ্গে অভিনেত্রী নিজমুখে কিছুই জানাননি। তবে সিনেইন্ডাস্ট্রির অন্দরমহলে কানাঘুষো, আগামী ৫ ডিসেম্বর পেশায় ইঞ্জিনিয়ার পাত্র দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মালাবদল করতে চলেছেন টলিপাড়ার এই দুষ্টি-মিষ্টি নায়িকা। আর বউভাতের আয়োজন ৭ তারিখ। তবে তারকাবন্ধুদের জন্য আলাদা রিসেপশনের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। গতবছর দুর্গাপুজোর সপ্তমীর দিন দেবমাল্যর সঙ্গে ছবি দিয়ে মধুমিতা জানিয়েছিলেন, 'নতুন শুরু।' তখন থেকেই অনুরাগীদের কৌতূহল, কবে সাতপাকে বাঁধা পড়বেন দুজনে?
দেবমাল্যর সঙ্গে সিকিমে মধুমিতা (ছবি-ইনস্টাগ্রাম)
চলতি বছরেই সম্ভবত অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দ্বিতীয়বার কনে বেশে দেখা যাবে মধুমিতা সরকারকে। এহেন জল্পনা নিয়ে যখন টলিপাড়ায় শোরগোল। তখন সংবাদ প্রতিদিনকে অভিনেত্রী জানালেন, "চারদিকে প্রচুর ভুয়ো খবর বেরচ্ছে, দেখলাম। তবে এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করব না।" প্রসঙ্গত, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে সকলকে অবাক করে দিয়ে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এদিকে প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন মধুমিতা। তবে কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা। অভিনেত্রীর পোস্ট থেকেই জানা যায়, অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। জানা যায়, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। আইটি সেক্টরে কর্মরত।
