shono
Advertisement
Sudipto Sen Shieladitya Moulik

কান-এ দেখানো 'চড়ক'-এর পোস্টার থেকে বাদ শিলাদিত্য মৌলিক! 'নাম চুরি'র অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে

'চড়ক'-এর পোস্টারে নেই শিলাদিত্য মৌলিকের নাম, বিতর্কে সুদীপ্ত সেন।
Published By: Sandipta BhanjaPosted: 04:29 PM May 21, 2025Updated: 04:29 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি 'চড়ক' ছবিটি পাড়ি দিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের মার্কেট সেকশনে। গত সপ্তাহেই আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে দু দিন প্রদর্শিত হয়েছে বাংলার লোকাচারের কাহিনি অবলম্বনে তৈরি এই পূর্ণদৈর্ঘ্যের ছবি। আর সেই সিনেমার পোস্টার থেকেই বাদ পরিচালক শিলাদিত্য মৌলিকের নাম। কান ফেরত ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল! সেখানে সাফ এই সিনেমা তৈরির কৃতীত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত সেনকে। পোস্টারজুড়ে জ্বলজ্বল করছে তাঁর নাম। অথচ শিলাদিত্য মৌলিকের নাম নেই কোথাও। অতঃপর আবারও শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল।

Advertisement

'দ্য় কেরালা স্টোরি', 'বস্তার'-এর মতো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা তৈরির সুবাদে সুদীপ্ত সেন বলিউডেও পরিচিত মুখ। জানা যায়, প্রযোজক হিসেবে তিনিই শিলাদিত্য মৌলিককে ছবিটা করার প্রস্তাব দেন। 'সোয়েটার' খ্যাত পরিচালকও জানিয়েছিলেন যে, চড়ক-এর গল্পটা শুনে ভা‍লো লেগেছিল সুদীপ্তর। তার কারণ চড়ক বাংলার অন্য উৎসবগুলোর থেকে বেশ আলাদা। প্রত্যন্ত গ্রামের এক অন্য রকম গল্প। যেখানে বিশ্বাসের থেকে অন্ধবিশ্বাসের জোর বেশি। আর সেই গল্প নিয়েই কান ফিল্ম ফেস্টিভ্যালে পাড়ি দিয়েছিল বাংলার ছবি। তবে এবার বিতর্কের সূত্রপাত, পোস্টারে পরিচালকের নাম না থাকা নিয়ে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিল্পীদের একাংশ। শুধু তাই নয়, 'দ্য় কেরালা স্টোরি' খ্যাত পরিচালক সুদীপ্ত সেনের বিরুদ্ধে 'নাম চুরি'র অভিযোগও তুলেছেন অনেকে। আর শিলাদিত্য নিজে কী বলছেন?

এপ্রসঙ্গে নামোল্লেখ না করেই শিলাদিত্য মৌলিক একটি বিস্ফোরক পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। তিনি লেখেন, 'আমার ধৈর্যের বাঁধ ভাঙছে এবার। এমন একজন মানুষের থেকে তাঁর সবটা কেড়ে নেওয়া, যার হারানোর কিছুই নেই। যথেষ্ট হয়েছে।' শিলাদিত্যর এই পোস্ট যে সুদীপ্ত সেনকে বিঁধেই, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই! দিন কয়েক আগেই এই এক অভিযোগ উঠেছিল 'রাপ্পা রায়' ছবি নিয়ে। পোস্টারে স্রষ্টা সুযোগ বন্দোপাধ্যায়ের নাম না থাকায় শিল্পীরা একযোগে প্রতিবাদ করেছিলেন। তারপর অবশ্য বিতর্কে পড়ে শিল্পীর নাম সহযোগে নতুন পোস্টার আনতে বাধ্য হন নির্মাতারা, এবার 'চড়ক' ছবির ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটবে কিনা, নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি 'চড়ক' ছবিটি পাড়ি দিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের মার্কেট সেকশনে।
  • পোস্টারজুড়ে জ্বলজ্বল করছে সুদীপ্ত সেনের নাম, অথচ শিলাদিত্য মৌলিকের নাম নেই কোথাও।
  • আবারও শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল।
Advertisement