shono
Advertisement
Suniel Shetty

'মাথা নিচু না করলে গুলি করব', মার্কিন পুলিশের বন্দুকের সামনে পড়েছিলেন সুনীল শেট্টি!

তাঁর হাতে হাতকড়াও পরানো হয়েছিল বলে দাবি বলিউড তারকার।
Published By: Biswadip DeyPosted: 07:53 PM Feb 28, 2025Updated: 07:57 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেটা ২০০১ সালে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল বিশ্ব। আর সেই আগুনে সময়ে মার্কিন মুলুকে থাকার 'মূল্য' চোকাতে হয়েছিল বলিউডের নায়ক সুনীল শেট্টিকে। তাঁকে নাকি ঘিরে ধরেছিল পুলিশ। বন্দুক উঁচিয়ে ধরে বলা হয়েছিল, ''নিচু না হলেই গুলি করব।'' দুই যুগ পরে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন 'আন্না'।

Advertisement

সুনীল শেট্টি জানিয়েছেন, তিনি সেই সময় লস অ্যাঞ্জেলসে ছিলেন। শুটিং চলছিল 'কাঁটে' ছবির। সুনীল যে হোটেলে ছিলেন সেখানেই তাঁকে পড়তে হয়েছিল ঘোরতর বিপত্তির মধ্যে। অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, ''আমাকে গানপয়েন্টে রাখা হয়েছিল দাড়িটার জন্যই। এর মাত্র কয়েকদিন আগেই আমরা শুটিং শুরু করেছি। আমি হোটেলে ঢুকে পড়ে লিফটে উঠেছি, মনে পড়ল চাবি ফেলে এসেছি। এক মার্কিন ভদ্রলোক সামনেই ছিল। তাঁর কাছে জানতে চাইলাম, 'আপনার কাছে কি চাবি আছে। আমারটা ফেলে এসেছি। অথচ আমার সহকর্মীরা এখানে নেই।' উনি সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করলেন। হইচই ফেলে দিলেন একেবারে। কয়েক মিনিটের মধ্যেই দেখি পুলিশ ছুটে এসে বন্দুক তাক করে বলছেন, 'মাথা নিচু না করলে গুলি করব।''' সুনীল জানিয়েছেন, তাঁকে হাঁটুতে ভর দিয়ে বসতে বলা হয়েছিল। হাতে পরানো হয়েছিল হাতকড়া। যদিও শেষপর্যন্ত প্রোডাকশন টিম ও হোটেলের ম্যানেজার সেখানে উপস্থিত হওয়ায় বড়সড় সমস্যায় আর পড়তে হয়নি সুনীলকে।

প্রসঙ্গত, 'রিজর্ভয়্যার ডগস' ছবি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল 'কাঁটে'। ছবিতে সুনীল শেট্টি ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, কুমার গৌরব প্রমুখ। এই মুহূর্তে সুনীল ব্যস্ত বহু ছবির কাজে। যার মধ্যে অন্যতম অক্ষয় কুমারের সঙ্গে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর মতো ছবি। থাকবেন পরেশ রাওয়াল, জনি লিভার ও রবিনা ট্যান্ডনও। পাশাপাশি 'হেরাফেরি ৩' ছবিটিকে নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগুনে সময়ে মার্কিন মুলুকে থাকার 'মূল্য' চোকাতে হয়েছিল বলিউডের নায়ক সুনীল শেট্টিকে। তাঁকে নাকি ঘিরে ধরেছিল পুলিশ।
  • বন্দুক উঁচিয়ে ধরে বলা হয়েছিল, ''নিচু না হলেই গুলি করব।''
  • দুই যুগ পরে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন 'আন্না'।
Advertisement