সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো তাঁর কাছে সংখ্যামাত্র! ষাট পেরলেও সানি দেওলের (Sunny Deol) 'ঢায় কিলো কা হাতে'র ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। তেইশের বক্স অফিসে 'গদর ২' ছবির তুমুল সাফল্য সানির ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বাণপ্রস্থে গিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এবার 'জাট' সিনেমার ট্রেলারে রবিনহুড অবতারে ধরা দিলেন সানি দেওল।

সোমবার সিনেমার হাইভোল্টেজ ট্রেলার কৌতূহলের পারদ চড়াল। দুঁদে দেওলের সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুডা। 'জাট' সিনেমায় নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে দেখা যাবে রণদীপকে। যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত। বলা ভালো, গ্রামকে শ্মশান পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো অবতরণ করেন 'জাট' সানি দেওল। যেমন মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ। 'জাট' ট্রেলারেই স্পষ্ট, বলিউডের 'গদর ২'-এর থেকেও দক্ষিণী পরিচালকের হাত ধরে দুরন্ত অ্যাকশন ছবি উপহার দিতে চলেছেন সানি দেওল। এযাবৎকাল একাধিক বলিউড তারকা দক্ষিণমুখো হয়েছেন কিংবা দক্ষিণী পরিচালকের হাত ধরে ব্লকবাস্টার প্রত্যাবর্তন ঘটিয়েছেন। অতীতে ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, "বলিউড দেওলদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি।" আর এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সানি দেওল বলিউডকে মনে করিয়ে দিলেন, "দেখে ভালো লাগছে যে, শেষমেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের কাজের কদর করছে। এটাই যোগ্য সময়। আমরা অনেক বছর অপেক্ষা করেছি। আমাদের পরিবারের আসলে স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়। ওই কথায় বলে না, কর্ম করে যাও, ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।" ট্রেলার দেখে সিনেবিশেষজ্ঞদের একাংশের মত, দক্ষিণী দর্শকদের মন মাতাতে কি তাহলে বলিউডকে হুঙ্কার ছুড়লেন সানি?
এবার আর টিউবঅয়েল কিংবা হাতুড়ি নয়, সানি দেওলের 'ঢায় কিলো কা হাতে' এবার দেখা গেল রাক্ষুসে এক লোহার পাখা। অবশ্যই যেটা তাঁর শত্রুদমনের অস্ত্র হিসেবে দেখা যাবে পর্দায়। ৬৬ বছরের সানি দেওলের এই ছবিও যে ভরপুর অ্যাকশন-প্যাকড সিনেমা হতে চলেছে, তা পয়লা লুকের ঝাঁজ দেখেই বেশ আন্দাজ করা গেল। 'জাট' পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল, রণদীপ হুডা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান। ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে 'জাট'। তার প্রাক্কালেই ট্রেলারে উন্মাদনার পারদ চড়ালেন সানি।