সন্দীপ্তা ভঞ্জ: অভিরূপ ঘোষ পরিচালিত 'মৃগয়া' সিনেমার আইটেম নম্বরে ঝড় তুলে দিয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। টলিপাড়ার মিষ্টি নায়িকার 'দুষ্টু' শরীরী হিল্লোলে কুপোকাত দর্শক-অনুরাগীরা। পান্না সবুজ রঙের সিক্যুইন ব্রালেট। লম্বা ঝুলের স্কার্ট থেকে উঁকি দেওয়া উন্মুক্ত ঊরু যেন চাবুক মারছে নেটপাড়ায়! 'শোর মচা' গানটি নিয়ে যখন তোলপাড় নেটভুবন, বঙ্গনায়িকাকে 'বাংলার মুন্নি' বলে সম্বোধন করছেন অনেকে, তখন এপ্রসঙ্গে সুস্মিতার কী মত? প্রথমবার 'আইটেম গার্ল' হওয়ার অভিজ্ঞতা সংবাদ প্রতিদিন ডট ইন-এর কাছে উজাড় করে দিলেন অভিনেত্রী।
উচ্ছ্বসিত সুস্মিতার মন্তব্য, "আমার প্রথম আইটেম নম্বর, তাও আবার সুনিধি চৌহানের কণ্ঠে, নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার জন্য বিষয়টা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। কারণ আমার মনে হয়, আইটেম নম্বরে পারফর্ম করাটা খুব সহজ নয়। তবে আইটেম গার্ল হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আর শুটিংয়ের সময়ও বেশ উপভোগ করেছিলাম বিষয়টা। 'শোর মচা' গানটি মুক্তি পাওয়ার পর দর্শক-শ্রোতাদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। অনেক ভালোবাসাও পাচ্ছি। এমন সুযোগ দেওয়ার জন্য পরিচালক অভিরূপ ঘোষকে অসংখ্য ধন্যবাদ। রানা মজুমদার, দেবাশিষ দত্ত, মুরলীধর শর্মা সকলের ধন্যবাদ প্রাপ্য এমন সুন্দর একটা গানের ভাবনার জন্য। কোরিওগ্রাফার পঙ্কজ এবং ওঁর টিমকেও ধন্যবাদ জানাতে চাই। ভীষণ ভালো লাগছে।"
রহস্য-রোমাঞ্চে মোড়া থ্রিলার ছবি 'মৃগয়া'। আর গুরুগম্ভীর বিষয়কে হালকা করতে খানিক মুচমুচে রঙিন গান থাকবে না? সূদুর মায়ানগরী থেকে ঝকমারি আইটেম গানের চল এখন টলিপাড়াতেও। মালাইকা অরোরা, নোরা ফতেহিরা যদি আইটেম গার্ল হিসেবে বলিউডের ‘গর্ব’ হন, তাহলে টলিউডও ‘বুক বাজিয়ে’ পূজা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহানদের নাম নিতে পারে। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন সুস্মিতা চট্টোপাধ্যায়। সেপ্রসঙ্গেই অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, 'শোর মচা' আইটেম নম্বরে পারফর্ম করার সময়ে কোনও অনুপ্রেরণা কাজ করেছে? হাসিমুখে সুস্মিতা বললেন, "'হ্যাপি নিউ ইয়ার' সিনেমায় দীপিকা পাড়ুকোনের 'লাভলি' গানটির কথা মাথায় ছিল। তবে এযাবৎকাল যাঁরা আইটেম নম্বর হিসেবে ধরা দিয়েছেন, তাঁদের সকলের কাজই আমার পছন্দ। ভালো কাজ দেখলেই সেখান থেকে অনুপ্রেরণা পাই।"
পরিচালক জানিয়েছিলেন, শীতের শহরে বানতলায় মেলার সেট তৈরি করে এই গানের দৃশ্য শুট করা হয়। যে দৃশ্য বাস্তবায়িত করতে বেশ কসরতও করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ঠান্ডায় স্বল্পাবাসে কোনও অসুবিধে হয়নি? প্রশ্ন যেতেই সুস্মিতার উত্তর, "সেদিন সত্যিই খুব ঠান্ডা ছিল। তবে গরম কফিই সে যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছে।" 'শোর মচা' আইটেম গানে সুস্মিতা চট্টোপাধ্য়ায়ের মুচমুচে পারফরম্যান্স দেখে অনেকেই বলিউড 'মুন্নি'র সঙ্গে তুলনা টেনে 'বাংলার মালাইকা' বলে আখ্যা দিয়েছেন তাঁকে। এপ্রসঙ্গে অভিনেত্রীর কী মত? তিনি হেসে বলছেন, "তাই নাকি? ভীষণ ভালো লাগছে কিন্তু আমি নিজেকে বলব, 'তোমাদের সুস্মিতা'।" জানা গিয়েছে, গল্পে অবশ্য এই আইটেম নম্বরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু কলকাতার মার্ডারমিস্ট্রির সমাধান হচ্ছে মির্জাপুরে, তাই সিনেমার দ্বিতীয়ভাগের গল্প উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে। আর সেখানকার এক মেলাতেই দেখা যাবে ‘শোর মাচা’ গানটি। যেখানে সংশ্লিষ্ট রাজ্যের সংস্কৃতির কিয়দংশ ফুটিয়ে তোলা হয়েছে।
