shono
Advertisement
Sushmita Sen-Rohman Shawl

'ওর পছন্দের হিরে উপহার দেওয়ার ক্ষমতা ছিল না', বিচ্ছেদের পর সুস্মিতাকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন রোহমান

ব্রহ্মাণ্ডসুন্দরীর হিরের প্রতি প্রেম নিয়ে কী বললেন প্রাক্তন প্রেমিক রোহমন?
Published By: Arani BhattacharyaPosted: 12:37 PM Jul 22, 2025Updated: 01:29 PM Jul 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গকন্যা সুস্মিতা সেন ও রোহমন শলের প্রেমের কথা সর্বজনবিদিত। তবে বেশ কিছু বছর হল তাঁদের বিচ্ছেদ হয়েছে। তবে সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। কারণ তাঁরা বিশ্বাস করেন যে, তাঁদের ভালবাসার সম্পর্ক শুরু হয়েছিল নিখাদ বন্ধুত্বের হাত ধরে আর তাই সম্পর্ক শেষ হওয়ার পরেও তাই সেই বন্ধুত্বে ছেদ টানেননি তাঁরা। এবার সুস্মিতার সঙ্গে শেষ হয়ে যাওয়া সম্পর্কে প্রসঙ্গে মুখ খুললেন রোহমন। ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের হিরের প্রতি প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক।

Advertisement

সম্প্রতি এক সংবাদমাদ্যমে এই নিয়ে রোহমন জানান, তিনি নিজে হিরে ভীষণ পছন্দ করেন। এরপরই তাঁকে পালটা প্রশ্ন করা হয় যে তিনি কি কখনও তাঁর প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে হিরে উপহার হিসাবে দিয়েছেন? এপ্রসঙ্গে রহমান বলেন, "আমার তাঁকে হিরে উপহার দেওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়নি। ওঁর যে রকম হিরে পছন্দ তা আমি দিতে পারিনি। যেদিন সেই ক্ষমতা আমার হবে আমি নিশ্চয়ই এমন উপহার দেওয়ার সাহস দেখাব''

এপ্রসঙ্গে রোহমানকে জিজ্ঞেস করা হয় ঠিক কোন ধরণের হিরে সুস্মিতা পছন্দ করতেন? এই প্রশ্নের উত্তরে রোহমান বলেন, "সুস্মিতার এক ধরণের পছন্দের হিরে আছে। যা ২২ ক্যারাটের। কিন্তু সেটা উপহার দিতে গেলে আমাকে যে পরিমাণ আয় করতে হবে তাতে আমার আরও কিছুটা সময় লাগবে। আশা করছি খুব তাড়াতাড়ি ঈশ্বর আমাকে সেই সুযোগ দেবেন।" উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কে ২০২১ সালে ইতি টানেন সুস্মিতা ও রোহমন। নিজেদের বিচ্ছেদের খবর সোশাল মিডিয়ায় তাঁরা জানিয়েছিলেন সকলকে। তবে সেই পোস্ট ছিল অন্যান্য বিচ্ছেদ পোস্টের থেকে অনেকটা আলাদা। কারণ ইনস্টাগ্রামে নিজেদের ভালো মুহূর্তের ছবি পোস্ট করে তাঁরা ঘোষণা করেছিলেন যে, তাঁরা চিরকাল ভাল বন্ধু ছিলেন আর এখনও তাই আছেন আর আগামীতে থাকবেন। এক্ষেত্রে বিচ্ছেদ কোনও ছাপ ফেলবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের হিরের প্রতি প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক।
  • রহমান বলেন, "আমার তাঁকে হিরে উপহার দেওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়নি।"
  • দীর্ঘদিনের সম্পর্কে ২০২১ সালে ইতি টানেন সুস্মিতা ও রোহমন। নিজেদের বিচ্ছেদের খবর সোশাল মিডিয়ায় তাঁরা জানিয়েছিলেন সকলকে।
Advertisement