shono
Advertisement
swastika mukherjee

২৪ বছর পরও অডিশন দিচ্ছি, ইগো সরিয়ে নতুন চরিত্রের খোঁজও করছি: স্বস্তিকা

শহর ছেড়ে কোথায় গেলেন স্বস্তিকা?
Published By: Akash MisraPosted: 03:10 PM Dec 30, 2024Updated: 03:10 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিউডের ঠোঁটকাটা, প্রতিবাদী নায়িকা। অন্তত, নিন্দুকরা এমনই বলে থাকেন। আর স্বস্তিকা অনুরাগীদের কাছে, তিনি হলেন পাওয়ার হাউজ অভিনেত্রী। যিনি টলিউড থেকে বলিউড, সিনেমা থেকে সিরিজ কাঁপিয়ে যাচ্ছেন নিয়মিত। ২৪ বছরের তাঁর কেরিয়ার। অভিনয়ে আসা সেই ২০ বছর বয়স থেকে কিন্তু দেখুন, এখনও তাঁর মধ্যে রয়েছে ভালো চরিত্রের খিদে, ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। স্বস্তিকার কথায়, অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনও কোথাও যাওয়াই যায়।

Advertisement

হ্যাঁ, সম্প্রতি নিজেকে নিয়ে এমনই পোস্ট করলেন স্বস্তিকা। সঙ্গে একগুচ্ছ ছবি। তিনি লিখলেন, ''২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।''

কয়েকদিন আগে ৪৪ এ পা দিয়েছেন স্বস্তিকা। সোশাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা গিয়েছে, গোলাপি রঙের বড়মাপের চশমা পরে। মুখে একেবারেই মেকআপ নেই। শুধু হালকা লিপস্টিক। জন্মদিনে এমনই কয়েকটা ছবি পোস্ট করে স্বস্তিকা লিখলেন, ” প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজকে সেই রং রুপোর থেকেও উজ্জ্বল। এসব দেখে তুমি হয়তো বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দু’চোখে ক্লান্তি নয়, অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি দেখতে পাই সাফল্য।”

নিজেকে লেখা খোলা চিঠিতে স্বস্তিকা আরও লিখলেন, ''মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মিষ্টতাকে সঙ্গে নিয়েই আরও এগিয়ে যাও।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিন আগে ৪৪ এ পা দিয়েছেন স্বস্তিকা।
  • সোশাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
Advertisement