সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের সঙ্গে সঙ্গেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে তৈমুর আলি খান। সইফ আলি খান আর করিনা কাপুরের আদরের বড় ছেলে বলে কথা! একেবারে কেতাদুরস্ত নবাব পুত্তুর। এই বয়সেই মাতৃসেবায় নিবেদিত প্রাণ। পার্টি শেষে মায়ের জুতো জোড়া তুলে নিয়েছিল হাতে। যাতে একটুও কষ্ট না হয়। ছেলের এই ভালোবাসায় আপ্লুত করিনা। সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি।
২০১২ সালের অক্টোবর মাসে সইফ-করিনার বিয়ে হয়। দ্বিতীয় বিয়ে ছিমছামভাবেই করেছিলেন বলিউডের নবাব। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম। সেই হিসেবে এখন সইফ-করিনার ছেলের আট বছর। এই বয়সেই বেশ দায়িত্ববান নবাব পুত্তুর। সুট-বুট পরেই পার্টিতে গিয়েছিল সে। ফেরার সময় মায়ের কষ্টের কথাও মাথায় রেখেছে। তাই তো করিনার হাই হিল নিজের হাতে নিয়ে নিয়েছে।
ছেলের এই আন্তরিকতায় মুগ্ধ করিনা। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'এই বছরে আর চিরকালের জন্য মায়ের সেবায় নিয়োজিত। সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আরও ছবি খুব শিগগিরিই আসছে। সঙ্গে থাকুন।' তৈমুরের এই ব্যবহারে নেটিজেনরাও মুগ্ধ। অনেকেই তাকে 'জেন্টলম্যান' বলেছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে গোটা কাপুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন করিনা কাপুর ও সইফ আলি খান। সেখানেও তারকা দম্পতির দুই ছেলে তৈমুর ও জেহর প্রসঙ্গ ওঠে। আলাপচারিতার ফাঁকেই জেহ-তৈমুরের খোঁজ নেন মোদি। একটুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দেন তিনি। স্বয়ং নরেন্দ্র মোদির তরফে ছেলেদের জন্য অটোগ্রাফ পেয়ে বেজায় খুশি হয়েছিলেন করিনা।