shono
Advertisement
Rupali Ganguly

'ফ্লপ অভিনেত্রীর থেকে জ্ঞান শুনব না', 'অনুপমা' খ্যাত রূপালিকে পালটা জবাব তৃণমূলের

ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্য়ুতে তোলপাড় রাজনৈতিক মহল।
Published By: Sayani SenPosted: 06:26 PM Jul 21, 2025Updated: 06:26 PM Jul 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্য়ুতে তোলপাড় রাজনৈতিক মহল। কেন্দ্র-রাজ্য চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। এই পরিস্থিতিতে বাকযুদ্ধে জড়ালেন 'অনুপমা' খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল নেতা নীলাঞ্জন দাস।

Advertisement

গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এনিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেছেন। উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট। এই ইস্যুতে পথে নেমে আন্দোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমে বাঙালি হেনস্তার অভিযোগ তোলেন। X হ্যান্ডেলে হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সুর চড়়ান। ওই পোস্টটি শেয়ার করে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন অভিনেত্রী। তিনি মুখ্যমন্ত্রীকে বঙ্গবাসীর উন্নতিতে মন দেওয়ার কথা উল্লেখ করে X হ্যান্ডেলে পোস্ট করেন। এই ইস্যুতেই অভিনেত্রীকে একহাত নেন তৃণমূল নেতা নীলাঞ্জন দাস। তিনি X হ্যান্ডেলে আবার অভিনেত্রীর পোস্ট উল্লেখ করে লেখেন, "একজন ফ্লপ অভিনেত্রীর কাছ থেকে পরামর্শ নিতে হবে না অভিজ্ঞ নেত্রীকে।" তবে বাকযুদ্ধের শেষ এখানেই নয়। এরপর আবার ওই তৃণমূল নেতাকে জবাব দেন অভিনেত্রী। রূপালি ফের X হ্যান্ডেলে লেখেন, "এটাই একজন যথার্থ তৃণমূল নেতার ব্যবহার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্য়ুতে তোলপাড় রাজনৈতিক মহল।
  • কেন্দ্র-রাজ্য চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা।
  • এই পরিস্থিতিতে বাকযুদ্ধে জড়ালেন 'অনুপমা' খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল নেতা নীলাঞ্জন দাস।
Advertisement