সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ ভাইরাসের জন্য এক কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে চলেছে গোটা মানবজাতি। থমকে গিয়েছে চারদিকে। ব্যবসা-বাণিজ্য, অফিস-কাছারি, কলকারখানা সব বন্ধ। অচিরেই অর্থনৈতিক কাঠামো যে ধুকতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। এমতাবস্থায়, সবথেকে সমস্যায় পড়বেন দারিদ্রসীমার নিচে যারা রয়েছেন। নুন আনতে যাদের পান্তা ফুরোয় অবস্থা। সে সমস্ত দুস্থ মানুষদের কথা ভেবেই বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও কিন্তু সাধ্যমতো অর্থসাহায্য করছেন ত্রাণ তহবিলে। কেউ প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্যসাহায্য করছেন তো কেউ বা আবার কোনও স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়িয়েছন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাজারো প্রান্তিক, দুস্থদের দিকে। ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়ানদের সাহায্যার্থেও অর্থ দান করছেন টলিউডের ত্রাণ তহবিলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তও তাই করলেন। ঋতুপর্ণা একদিকে যেমন PM CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্যসাহায্যের জন্য মনস্থির করেছেন। ইন্ডাস্ট্রির প্রিয় ‘বুম্বাদা’ প্রসেনজিৎ তেমন দাঁড়ালেন আর্থিক অনটনের সঙ্গে যুঝে চলা কলাকুশলীদের পাশে।
PM CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ঋতুপর্ণা সবমিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, টালিগঞ্জের কলাকুশলীদের জন্য ইতিমধ্যেই ১০ হাজার টাকা দিয়েছেন ইন্ডাস্ট্রির নিজস্ব ত্রাণ তহবিলে। উপরন্তু, কলকাতার দুটি স্বেচ্ছেসেবী সংস্থা কলকাতা এন্ডাভোর সোসাইটি এবং আইএইচএ ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষিণ কলকাতার বেশকিছু এলাকার দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, আলুর মতো অত্যাবশকীয় দ্রব্য তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন অভিনেত্রী। এমনকী, প্রত্যেক সপ্তাহে প্রায় ২০০ জন মানুষকে এভাবে সাহায্য করার সিদ্ধান্তও নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
[আরও পড়ুন: ‘যৌনকর্মীদের বাঁচার জন্য শুধু যৌনতারই প্রয়োজন!’, মোদির ‘মোমবাতি’ নিদানে বিস্ফোরক স্বস্তিকা]
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রির অনেকেই দুর্দিনে পাশে পেয়েছেন। বর্তমানে এমন কঠিন পরিস্থিতিতেও তার অন্যথা হয়নি। ইন্ডাস্ট্রির কলাকুশলীদের জন্য অর্থসাহায্যে করেছেন। পাশাপাশি তিনি সকলকে আবেদন জানিয়েছেন এই পরিস্থিতি মোকাবিলার জন্য যেন প্রতিটা মানুষ পরস্পরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অন্যদিকে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশরা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
সোহিনী সরকার ইতিমধ্যেই টলিউডের কলাকুশলীদের জন্য ত্রাণ তহবিলে দিয়েছেন ১০ হাজার টাকা এবং করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছেন ১ লক্ষ টাকা। রুদ্রনীল ঘোষও তাই। মানুষ তাঁকে ভালোবেসে যে জায়গা দিয়েছে, এমন দুঃসময়ে তাঁদের জন্য উদ্বেগ প্রকাশ করে ১ লক্ষ টাকা দিয়েছেন বাংলার ত্রাণ তহবিলে। অন্যদিকে, এসভিএফ প্রযোজনা সংস্থাও সাহায্যের হাত বাড়িয়েছে। ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়ানদের জন্য ৫ লক্ষ টাকা দান করেছেন। উল্লেখ্য, তিন তারকা সাংসদ দেব, মিমি, নুসরতও মুখ্যমন্ত্রীর তহবিলে যথাসাধ্য টাকা দিয়েছেন।
[আরও পড়ুন: ‘ধন্যবাদ নয়, আপনি শুধু হুকুম করুন’ কেজরিওয়ালের কৃতজ্ঞতায় মন্তব্য শাহরুখের]
The post দুঃসময়ে দুস্থদের পাশে টলিউড, ত্রাণ তহবিলে অর্থসাহায্য ঋতুপর্ণা-প্রসেনজিতের appeared first on Sangbad Pratidin.
