shono
Advertisement
Salman Khan

ফের ব়্যাডারে সলমন! নিরাপত্তার চাদর টপকে ভাইজানের বাড়িতে ঢোকার চেষ্টা, আটক ২

Published By: Sandipta BhanjaPosted: 02:47 PM May 22, 2025Updated: 04:10 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার এবং মঙ্গলবার, পর পর দু'দিন সলমন খানের বাড়িতে দুই অনাহূতর প্রবেশ। চব্বিশ সালের গোড়া থেকেই ভাইজানের প্রাণসংশয়। লাগাতার খুনের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। বুলেটপ্রুফ বাড়ি, গাড়িতেই সীমাবদ্ধ বলিউড সুপারস্টারের (Salman Khan) গতিবিধি। পরিবারের সদস্যরাও তাঁকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। অতঃপর এমন আবহে সলমনের বাড়িতে আচমকাই দুই অনাহূতর প্রবেশ যে কপালে ভাঁজা ফেলবে, তা বলাই বাহুল্য।

Advertisement

জানা গিয়েছে, প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন জনৈক মহিলা ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। বছর বত্রিশের এই মহিলার নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ওই মহিলাকে। পরদিন ২০ মে, মঙ্গলবার ফের এক ব্যক্তি সকাল সোয়া সাতটা নাগাদ গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। তড়িঘড়ি সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর। বলিউড মাধ্যম সূত্রে খবর, যদিও ওই দুই অনাহূত নিজেদের সলমনের (Salman Khan) বড় ভক্ত বলে দাবি করেছেন, তবে সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। আপাতত তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, এমন কড়া নিরাপত্তা বলয় ডিঙিয়ে কীভাবে কেউ অনুপ্রবেশ করতে পারল ভাইজানের বাংলোয়?

গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তাঁর জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যেই। গতবছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। যার জেরে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন ভাইজান। গ্যালাক্সির বাইরেও সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। তবে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও পরপর দু দিন সলমনের বাংলোতে ঢুকে পড়ল দুই অনাহূত। কীভাবে সম্ভব? সেই কৌতূহল যখন নেটপাড়ার মনে ঘুরপাক খাচ্ছে, তখন এমন আবহেই জানা গেল পুলিশ ইতিমধ্যেই অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার এবং মঙ্গলবার, পর পর দু'দিন সলমন খানের বাড়িতে দুই অনাহূতর প্রবেশ।
  • সলমনের বাড়িতে আচমকাই দুই অনাহূতর প্রবেশ যে কপালে ভাঁজা ফেলবে, তা বলাই বাহুল্য।
  • মুম্বই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর।
Advertisement