সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি নিয়ে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ঠান্ডা লড়াই বরাবরের। দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নানা দ্বন্দ্ব রয়েছেই। এবার দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে দুই ইন্ডাস্ট্রির মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ঘোষণা করেন আমির। রাজকুমার হিরানির সঙ্গে তাঁর তৃতীয়বার যুগলবন্দির খবরে উচ্ছ্বসিত সকলে। এর মাঝেই যেন বোমা ফাটালেন জুনিয়র এনটিআর।
বৃহস্পতিবার আমিরের ঘোষণার কিছু সময় পরেই দাদাসাহেব ফালকের আরও একটি বায়োপিকের ঘোষণা করেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার জুনিয়র এনটিআর। দাদাসাহেব ফালকের চরিত্রে তিনি অভিনয় করছেন বলেও জানান।
ছবি: ইন্সটাগ্রাম, জুনিয়র এনটিআর
প্রকাশ্যে আসে দাদাসাহেব ফালকে রূপে এই ছবিতে তাঁর লুক। মুহূর্তে ভাইরাল হয় সেই পোস্ট। আর সেখান থেকেই দুই অভিনেতা ও পরিচালকের অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। এসএস রাজামৌলির সঙ্গে এই ছবি করছেন জুনিয়র এনটিআর। ছবির নাম 'মেড ইন ইন্ডিয়া'। জানা যাচ্ছে, আমির ও রাজকুমার হিরানির অনেক আগেই দাদাসাহেব ফালকের মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি তৈরির ভাবনাচিন্তা শুরু করেছিলেন রাজামৌলি। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের জনককে নিয়ে ছবি বানানোর ভাবনায় তিনি অগ্রজ, এমনটাই দাবি। ২০২৩ সালে এই ছবির কথা জানিয়েছিলেন পরিচালক রাজামৌলি।
ছবি: ইনস্টাগ্রাম, আমির খান
বৃহস্পতিবার দুই ছবির এমন ঘোষণায় রীতিমতো শুরু হয়েছে খানিক টানাপোড়েন। তবে জানা যাচ্ছে, ছবির ঘোষণা প্রায় বছর দুই আগে করলেও সংশ্লিষ্ট চরিত্রের জন্য জুনিয়র এনটিআরের কাছে প্রস্তাব আসে অনেক পরে। এমন এক চরিত্র হাতছাড়া করতে চাননি এনটিআর। এদিন ছবির কথা ঘোষণার সঙ্গে আমির এও দাবি জানিয়েছিলেন যে, 'এর আগে কখনও হিন্দি ছবিতে ভারতীয় চলচ্চিত্র জগতের জনক দাদাসাহেব ফালকের উপর কাজ করার কথা ভাবেনি। কেউ কখনও আমাদের সিনেমা তৈরির গল্প সিনেমাতে দেখায়নি।' আমিরের একথা কিছুটা সত্যি বলে দাবি নেটিজেনদের।
বলিউডে সেভাবে দাদাসাহেব ফালকেকে নিয়ে কোনও কাজ না দেখা গেলেও অন্যান্য ভাষার ছবিতে কিন্তু অনেক আগেই তাঁকে শ্রদ্ধা জানানো করেছে। তার মধ্যে রয়েছে ২০০৯ সালের মারাঠি ছবি 'হরিশচন্দ্রাচি ফ্যাক্টরি'। এই ছবি জাতীয় পুরস্কারও জিতেছে। এখন দেখার একই বায়োপিক নিয়ে দুই ইন্ডাস্ট্রির এই ঠান্ডা লড়াই কোন দিকে গড়ায়। তবে আমির হোক বা এনটিআর দুই ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা হলেও তাদের এই ছবি যে সিনেমার ভিতরে সিনেমার গল্প বলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
