shono
Advertisement
Urfi Javed

'নিরাপদ নয় মুম্বই', ভয়াবহ অভিজ্ঞতার শিকার উরফি, ভোররাতে কেন থানায় ছুটলেন?

সারা রাত দু'চোখের পাতা এক করতে পারেননি! কী এমন ঘটল?
Published By: Sandipta BhanjaPosted: 02:30 PM Dec 22, 2025Updated: 02:50 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর দু'চোখের পাতা এক করতে পারেননি উরফি জাভেদ (Urfi Javed)। বুকে ভয় নিয়ে দিনের আলো ফোটার অপেক্ষায় ছিলেন। বিনিদ্র রজনী কাটিয়ে শেষমেষ সোমবার ভোরের আলো ফুটতেই বোনকে সঙ্গে নিয়ে থানায় ছুটতে হল উরফিকে। জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলছেন, "জীবনের সবথেকে ভয়ানক অভিজ্ঞতা হল।" কী এমন ঘটেছে উরফি এবং তাঁর বোনের সঙ্গে যার জন্য ভোররাতে থানায় ছুটতে হল?

Advertisement

সোমবার সকালে মুম্বইয়ের দাদাভাই নওরোজি থানা থেকে একটি ছবি শেয়ার করেছেন উরফি জাভেদ। সেখানেই বোন ডলি জাভেদের সঙ্গে একরাশ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা গেল 'বিতর্কিত' মডেলকে। উরফি লিখেছেন, "ঘড়িতে এখন ভোর ৫টা। আর আমি এখন থানায় বসে রয়েছি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। গোটা রাত এক মিনিটের জন্যেও আমি আর আমার বোন ঘুমোতে পারিনি।" থানা থেকে সেই একই পোস্ট শেয়ার করেছেন উরফির বোন ডলিও। তাঁর সংযোজন, "আমি ভেবেছিলাম, মুম্বই বোধহয় নিরাপদ! কিন্তু এত ভয়ানক! গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। এমন বিরক্তিকর এবং অনিরাপদ বোধ করলাম এই শহরে।"

যদিও ঠিক কোন কারণে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে দুই বোনকে, সেকথা স্পষ্ট করেননি উরফি জাভেদ। তবে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এহেন পোস্টে উদ্বিগ্ন অনুরাগীমহল। অনেকেই হেনস্তার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। কেউ বা আঙুল তুলেছেন উরফির খোলেমেলা ফ্যাশন স্টেটমেন্টের দিকে। এহেন চর্চা জারি থাকলেও 'রাতের ভয়ানক ঘটনা' নিয়ে মুখ খোলেননি উরফি। প্রসঙ্গত, সিনেমা, সিরিজ-সিরিয়াল না থাকলেও সোশাল মিডিয়ায় বরাবর সুপারহিট উরফি জাভেদ। উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টের জন্য তারকামহলেও তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই! খোলামেলা পোশাকের জন্য বিজেপির কটাক্ষের মুখে পড়েছিলেন। উরফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি নগ্নতার প্রচার করেন। মাসখানেক আগে করণ জোহর সঞ্চালিত ‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’ জেতার পরও খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে উরফিকে। এবার কোন অনভিপ্রেত ঘটনা ঘটল? কৌতূহল নেটভুবনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতভর দু'চোখের পাতা এক করতে পারেননি উরফি জাভেদ।
  • জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলছেন, "জীবনের সবথেকে ভয়ানক অভিজ্ঞতা হল।"
  • সোমবার সকালে মুম্বইয়ের দাদাভাই নওরোজি থানা থেকে একটি ছবি শেয়ার করেছেন উরফি জাভেদ।
Advertisement