shono
Advertisement
Urvashi Rautela

'পিথাগোরাসের পর আমিই তো অঙ্ক শেখালাম...', 'আত্মম্ভরী' উর্বশীর নতুন ভিডিওয় শোরগোল!

এবার নিজেই নিজেকে ট্রোল করলেন উর্বশী রাওতেলা
Published By: Sandipta BhanjaPosted: 02:26 PM Jul 29, 2025Updated: 03:16 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। মাস দুয়েক আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েও উদ্ভট সাজপোশাকের জন্য নাক কাটিয়েছিলেন! বরাবরই 'ভাইরাল গার্ল' উর্বশী। আর এবার নিজেই নিজেকে ট্রোল করলেন।

Advertisement

উর্বশী নাকি নতুন 'ম্যাথ আইকন'? সম্প্রতি তাঁর বায়োডেটায় নামের পাশে নাকি এহেন বিশ্লেষণই জুড়েছে। কেন? ব্যাপারটা খানিক খোলসা করেই বলা যাক। আসলে মডেল-অভিনেত্রী 'কেএফসি'র জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুট করেছেন। বলাই বাহুল্য, বিশ্বখ্যাত খাদ্যসংস্থার বিজ্ঞাপনী দূত হয়েছেন তিনি। আর সেই বিজ্ঞাপনেই উর্বশীকে বলতে শোনা যায়, "পিথাগোরাসজির পর অঙ্কে আমার অবদানই সবথেকে বেশি...।" আসলে অতিরঞ্জিত করে কথা বলার জন্য একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন মডেল-অভিনেত্রী। বিজ্ঞাপনী ভিডিওতে সেই বিষয়টিকেই ফুটিয়ে তোলা হয়েছে। তবে উর্বশী কিন্তু বিষয়টি বেশ স্মার্টভাবেই সামলেছেন। ক্যামেরার সামনে সাধারণত সেলেবরা নিজেদের 'ইমেজ' নিয়ে তটস্থ থাকেন। কিন্তু এখানেই উর্বশী সকলকে টেক্কা দিলেন। বিজ্ঞাপনের জন্য নিজেই নিজেকে ট্রোল করতে পিছপা হলেন না।

ভিডিওতে দেখা গেল, আত্মবিশ্বাসী উর্বশী রাওতেলা সাক্ষাৎকার দিতে বসেছেন। সেখানে নিজের নামে ব্যাংক খোলার পাশাপাশি 'উর্বশী ফ্রায়েড চিকেন' চালু করার কথাও বলতে শোনা যায় তাঁকে। সবটাই যদিও চিত্রনাট্যের খাতিরেই করেছেন তিনি। তবে উর্বশীর রাওতেলার এই বিজ্ঞাপনী ভিডিও দেখে নেটপাড়ায় শোরগোল। আবারও নেটিজেনদের আতসকাচে তাঁর পুরনো সাক্ষাৎকার। ঝুলি ঘেঁটে সেসব বের করে একাংশের দাবি, 'উনি বাস্তবে একথা বললেও অবাক হওয়ার কিছু নেই। কারণ রং চড়িয়ে কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার! আর তার প্রমাণ এর আগে একাধিকবার পাওয়া গিয়েছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উর্বশী নাকি নতুন 'ম্যাথ আইকন'? সম্প্রতি তাঁর বায়োডেটায় নামের পাশে নাকি এহেন বিশ্লেষণই জুড়েছে।
  • আসলে মডেল-অভিনেত্রী 'কেএফসি'র জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুট করেছেন।
  • সেই বিজ্ঞাপনেই উর্বশীকে বলতে শোনা যায়, "পিথাগোরাসজির পর অঙ্কে আমার অবদানই সবথেকে বেশি...।"
Advertisement