সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মার জীবনাবসান। ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কী হয়েছিল অভিনেত্রীর? সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সিনে ও টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। 'X' হ্যান্ডেলে আশা শর্মার ছবি শেয়ার করে করা হয়েছে শোকপ্রকাশ।
মুম্বইয়ের বিনোদন জগতে প্রায় চার দশক ধরে কাজ করছেন আশাদেবী। সিনেমা ও ধারাবাহিক, দুই জগতেই দীর্ঘ দিন অভিনয় করেছেন তিনি। 'কুমকুম ভাগ্য', 'মন কি আওয়াজ - প্রতিজ্ঞা', 'এক অউর মহাভারত'-এর মতো একাধিক সিরিয়াল রয়েছে তাঁর ঝুলিতে। 'মন কি আওয়াজ - প্রতিজ্ঞা' ধারাবাহিকের নায়িকা পূজা গোর। ধারাবাহিকে পূজার দিদার ভূমিকায় অভিনয় করেছিলেন আশা শর্মা।
[আরও পড়ুন: শ্রীলেখার অভিযোগে তোলপাড় মালয়ালম ইন্ডাস্ট্রি, নায়িকার পাশে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক]
আশাদেবীর প্রয়াণে শোকাহত পূজা। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, দারুণ মানুষ ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেটে যতক্ষণ থাকতেন তাঁর হাসিমুখই দেখতে পেতেন সকলে। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী, সকলের সঙ্গে তাঁর সদ্ভাব ছিল। সকলকে সমানভাবে ভালোবাসতে পারতেন। "ইশ্বর যেন ওঁর আত্মাকে শান্তি প্রদান করেন", বলেন পূজা।
বহু বছর বলিউডে কাজ করেছেন আশা শর্মা। বেশিরভাগ সময়ে ঠাকুমা বা দিদিমার চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর সিনেমা তালিকায় রয়েছে 'মুঝে কুছ কহেনা হ্যায়', 'প্যায়ার তো হোনা হি থা', 'হাম তুমহারে হ্যায়'র মতো সিনেমা। শেষবার প্রভাস ও কৃতী স্যানন অভিনীত 'আদিপুরুষ' সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে রামভক্ত শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।