shono
Advertisement
Chhaava in Telugu

শুধু মারাঠা আবেগ নয়, দক্ষিণেও 'সম্ভাজি'র জয়জয়কার, তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ভিকির 'ছাবা'

মহাশিবরাত্রিতে সুখবর! 'জয় ভবানী' ধ্বনিতে দাক্ষিণাত্যভূমেও 'ছাবা'।
Published By: Sandipta BhanjaPosted: 07:56 PM Feb 26, 2025Updated: 07:56 PM Feb 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণাত্যভূমেও বলিউডি সিনেমা 'ছাবা'র চাহিদা তুঙ্গে। শেষমেশ দর্শকদের দাবিতে দক্ষিণাত্যভূমেও দেখানো হবে ভিকি কৌশলের (Vicky Kaushal) সিনেমা। হিন্দি ভাষায় বক্স অফিসে বিজয়রথ ছোটানোর পর এবার তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে 'ছাবা' (Chhaava)।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, দোর্দণ্ডপ্রতাপ 'সম্ভাজি'র চরিত্রে ভিকি কৌশলের অভিনয় এতটাই মনে ধরেছে দক্ষিণী দর্শকদের যে, তাঁদের দাবি অনুযায়ী এবার তেলুগু ভাষায় ডাব করে 'ছাবা' রিলিজ করা হবে দক্ষিণী বলয়ে। বক্স অফিসে আয়ের অঙ্ক নিয়ে এমনিতেই বলিউডের সঙ্গে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াই লেগে থাকে। যদিও এক্ষেত্রে বিগ বাজেট দাক্ষিণাত্যভূমের সিনেমা বারবার জিতে গিয়েছে। তবে এবার দক্ষিণী দর্শকদের কাছেই বলিউডি সিনেমা 'ছাবা'র চাহিদা তুঙ্গে। মার্চ মাসের ৭ তারিখ তেলুগু ভাষায় রিলিজ করছে লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমা। উল্লেখ্য, এই ছবিতে ভিকির বিপরীতে যেশুবাঈয়ের ভূমিকায় দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানার অভিনয়ও বহুল প্রশংসিত হয়েছে। 

জানা গিয়েছে, দক্ষিণের জনপ্রিয় ফিল্ম ডিস্ট্রিবিউশন সংস্থা গীতা আর্টস-এর ত্বত্ত্বাবধানে 'জিএটু পিকচার্স'-এর কাঁধেই 'ছাবা'কে তেলুগু ভাষায় ডাব করার দায়িত্ব পড়েছে। এই সংস্থা এর আগে হিন্দি, তেলুগু থেকে ইংরেজি ভাষার একাধিক সিনেমাকে ৩০০ কোটির ব্লকবাস্টার ক্লাবে পৌঁছে দিয়েছে। অতঃপর তেলুগু ভাষীদের মন জয় করতে এই সংস্থার উপরই ভরসা করেছে বলিউড প্রযোজক দীনেশ বিজন। মারাঠিদের আবেগে শান দেওয়া 'ছাবা' এবার 'জয় ভবানী' ধ্বনিতে দক্ষিণাত্যভূম জয়ের পথে। এদিকে রিলিজের মাত্র ১৩ দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা করে পঁচিসের বক্স অফিসে (Chhaava Box Office) ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে ভিকি কৌশলের ছবি।

এদিকে, 'ছাবা'র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিল 'ছাবা'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাক্ষিণাত্যভূমেও বলিউডি সিনেমা 'ছাবা'র চাহিদা তুঙ্গে।
  • মার্চ মাসের ৭ তারিখ তেলুগু ভাষায় রিলিজ করছে লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমা।
  • দক্ষিণের জনপ্রিয় ফিল্ম ডিস্ট্রিবিউশন সংস্থা গীতা আর্টস-এর ত্বত্ত্বাবধানে 'জিএটু পিকচার্স'-এর কাঁধেই 'ছাবা'কে তেলুগু ভাষায় ডাব করার দায়িত্ব পড়েছে।
Advertisement