সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পোস্টেই শোরগোল ফেলে দিয়েছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। সোমবার অভিনেতার ছবি 'দ্য সবরমতী এক্সপ্রেস'-এর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার এদিনই অভিনয় থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন তারকা। আচমকা এমন সিদ্ধান্তের কারণ কী? নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেকথা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক বলেন, "বিক্রান্ত নিজের মূল্য কমাতে চান না। তাঁর কাছে ওয়েব প্রজেক্ট ও সিনেমার গুচ্ছ গুচ্ছ অফার ছিল। এতেই অভিনেতা ভয় পাচ্ছিলেন, যে তিনি বড্ড বেশি এক্সপোজ হয়ে যাচ্ছেন এবং দর্শক তাঁকে দেখতে দেখতে হয়তো খুব শিগগিরিই ক্লান্ত হয়ে পড়বেন। এত সিনেমায় অভিনয় করা এবং দর্শকদের এই ক্লান্ত হয়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যেই কথা বলতেন অভিনেতা। তাই এই বিরতি নেওয়া এবং নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সাহসের। কেনই করবেন না?"
নিজের অবসর ঘোষণা করে বিক্রান্ত ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’
এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিক্রান্তের 'হাসিন দিলরুবা' সিনেমার হর্ষবর্ধন রানে জানান, অভিনেতার এই পদক্ষেপ কোনও প্রযোজকের নির্দেশমতো 'পিআর অ্যাক্টিভিটি' হলে তিনি খুশি হবে। আর সেটাই প্রার্থনা করছেন। এদিকে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো, 'ডন ৩' সিনেমায় বিক্রান্তকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। সেই চরিত্র যেন দর্শকদের চমকে দিতে পারে, এই কারণেই সাময়িক বিরতি নিয়েছেন বিক্রান্ত। যাতে নিজেকে নিয়ে নতুন করে ভাবতে পারেন আর দুরুন্ত কামব্যাক করতে পারেন।
