সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির ফিটনেস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন সকলে। কিন্তু তাঁর ঘরের আরও এক সদস্যও যে একইভাবে ফিটনেসের অধিকারী তা এবার এল প্রকাশ্যে। বিরাটের বউদি চেতনা কোহলি যোগব্যয়াম করে রীতিমতো চমকে দিলেন সকলকে। শুধু তাই নয়, শাড়ি পরেই রীতিমতো কঠিন কঠিন যোগব্যয়াম করলেন চেতনা।
যোগব্যায়ামের এই ছবিগুলি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন চেতনা নিজেই। ক্যাপশনে লিখেছেন, 'আমার যোগব্যায়ামের প্রতিটা কলা হয়ত নিখুঁত নয়। আমি কখনও কখনও যোগাসন করার সময় কাঁপতে থাকি। কিন্তু আমি হাল ছাড়ি না। এটাই আমার অনুশীলনের প্রতি গুরুত্ব বাড়িয়ে তোলে।' আর চেতনার এই যোগাসন দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিরাটঘরনি অনুষ্কা শর্মা। চেতনার এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়ে অনুষ্কা লিখেছেন, 'তোমার যোগব্যায়ামের প্রতিটা কলা অসাধারণ। কঠিন যোগব্যয়াম অসাধারণভাবে করেছো তুমি। তোমার জন্য গর্বিত।'
বিরাটের সঙ্গে বিয়ের প্রায় আট বছর হতে যায় অনুষ্কার। ছেলে অকায়ের জন্মের পর থেকে লন্ডনের বাসিন্দা হয়েছেন স্বামী বিরাটের সঙ্গে অনুষ্কা। বলিউডের নায়িকা বিনোদুনিয়া থেকে রয়েছেন বেশ কয়েক বছর ধরেই যোজন যোজন দূরে। দুই সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত এখন তিনি। দিল্লির শ্বশুরবাড়ি থেকে বহু দূরে থাকলেও শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রয়েছে বিরাটঘরনির। সোশাল মিডিয়ায় এবার প্রকাশ্যে এল তা।
