সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবেক অগ্নিহোত্রীর 'ফাইলস' ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার 'দ্য দিল্লি ফাইলস'। খবর আগেই ছিল যে 'তাসখন্দ ফাইলস', 'কাশ্মীর ফাইলস' ছবির পর দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক। গতবছর অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে বিবেক হইচই ফেলে দিয়েছিলেন, কারণ এই ছবির নাম 'দ্য দিল্লি ফাইলস' হলেও সাবলাইনে উল্লিখিত ছিল 'দ্য বেঙ্গল চ্যাপ্টারে'র কথা। অতঃপর বিবেকের এই সিনেমার সঙ্গে যে বাংলার একটা যোগ ছিলই, তা আগেভাগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু তাই বলে পরিচালক সিনেমার নামটাই বদলে ফেললেন! মঙ্গলবার নতুন পোস্টার প্রকাশ্যে এনে বিবেক অগ্নিহোত্রীর ঘোষণা, "দর্শকদের চাহিদার জন্যই 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files) নামটা রাখলাম।"
জানা গেল, বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) এই নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৪০ সাল। অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসার ঘটনা কীবাবে দিল্লির রাজনীতিতে প্রভাব ফেলেছিল, সেই ঘটনাই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। পোস্টারেও সেই সময়কালের বেশকিছু প্রতিবেদনের কাটআউট রয়েছে। সেইসঙ্গে মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী। চলতি বছরের ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করছে 'দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ'। আর টিজার মুক্তি পাবে আগামী বৃহস্পতিবার ১২ জুন। এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী-সহ বিশিষ্ট অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী বিক্ষোভের মাঝে উত্তপ্ত মুর্শিদাবাদে শুটিং করতে এসে বিপাকে পড়েছিলেন বিবেক অগ্নিহোত্রী। পরবর্তীতে মুম্বইতে সেট তৈরি করে সেই ছবির শুটিং শেষ করেন পরিচালক। বিবেক অগ্নিহোত্রী বরাবরই গেরুয়া শিবির ঘনিষ্ঠ। একাধিকবার বাংলার রাজ্য সরকারকে বিঁধে কথা বলেছেন। তবে নববর্ষের দিন বাংলায় শান্তি ফেরার প্রার্থনা নিয়ে মা কালীর কাছে প্রার্থনা জানিয়ে সোশাল মিডিয়ায় বিবেক লিখেছিলেন, "এই পয়লা বৈশাখে মা কালীর চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রার্থনা করলাম, বাংলায় যাতে শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। সাহস ও প্রজ্ঞার সঙ্গে জেগে উঠুক বর্তমান প্রজন্ম। দেশের নবজাগরণের নেতৃত্ব দিক তাঁরা।" এরপরই নিজের পোস্টে বিবেক যা লিখেছিলেন, তা নিয়ে সরগরম হয় নেটপাড়া। বলিউড পরিচালক লেখেন, 'বাংলা যেন আরেকটা কাশ্মীর না হয়ে ওঠে।' ব্যস, পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের তুলনা টানায় পরিচালকের বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে নেটদুনিয়ার একাংশ। তাঁদের কথায়, 'আপনি দাদা, বাংলায় থাকেন না, জানেন না…।' তবে বিবেক অগ্নিহোত্রী অবশ্য অতীতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "আসলে আমি প্রথমে 'দ্য বেঙ্গল ফাইলস' নাম দিতেই চেয়েছিলাম। কিন্তু পরে দিল্লি ফাইলসই রাখলাম। কারণ এই ছবির গল্পে বাংলার রাজনীতি দেখাব। এবং দিল্লির রাজনীতিতে তার প্রভাব দেখানো হবে। এই প্রভাবের কারণেই এই ছবির নাম ‘দিল্লি ফাইলস’, সঙ্গে সাব লাইনে বাংলার কথা রয়েছে।" এবার সিনেমার নাম পরিবর্তন করায় প্রশ্ন উঠেছে, পরিচালক কি ইচ্ছে করেই দর্শকদের ঘাড়ে দায় চাপিয়ে শেষমেশ নিজের ইচ্ছেপূরণ করলেন?