সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে সবই সম্ভব। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন মা পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) এবং প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বুধবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত ( Bonny Sengupta)। দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিলেন টলিপাড়ার তারকা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
তৃণমূলে (TMC) যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তরের প্রার্থীও হয়েছেন কৌশানি। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রচারপর্ব। শোনা গিয়েছে, কৃষ্ণনগরের মাটি কামড়ে পড়ে থাকতে চাইছেন অভিনেত্রী। সেখানে থাকার জন্য ইতিমধ্যেই ভাড়া বাড়ি খুঁজতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও কৌশানির প্রচারের পালা অব্যাহত।
[আরও পড়ুন: ‘পাকিস্তানেও সরকার গড়বে বিজেপি’, টুইটারে কেন এমন দাবি কঙ্গনার? ]
পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সহকারী হিসেবে কাজ করতেন বনি। ২০১৪ সালে রাজের পরিচালনাতেই ‘বর্বাদ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন ৩০ বছরের অভিনেতা। কিছুদিন আগেই বনির বিজেপিতে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। ফোনে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে বনি জানিয়েছিলেন, এই বছরে রাজনীতির ময়দানে নামার কোনও সম্ভাবনা নেই। কিন্তু অল্প সময়েই সিদ্ধান্ত বদল করেন তরুণ অভিনেতা। বুধবার পদ্ম শিবিরে নাম লেখান। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন তপনের বিদায়ী তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা। ছেলেক নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তেহট্টের বিধায়ক গৌরীশংকর দত্ত-সহ একাধিক দাপুটে নেতা।
সময়ের সঙ্গে তালমিলিয়ে রাজনীতির ময়দানে তারকাদের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাসগুপ্তের মতো তারকারা। বিজেপির পক্ষ থেকেই খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন হিরণ। অন্যদিকে কৌশানির পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, জুন মালিয়ার মতো তারকারা।
