shono
Advertisement
Srijit Mukherji KIFF 2025

'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা পাঠানো উচিত নয়', কেন বললেন সৃজিত?

কেন নিজের ছবি KIFF-এ পাঠাতে চান না সৃজিত?
Published By: Sandipta BhanjaPosted: 03:37 PM Nov 10, 2025Updated: 03:37 PM Nov 10, 2025

বৃষ্টি ভাণ্ডারী: এই মুহূর্তে 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে শশব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। তার মাঝেই রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন টলিউডের 'ফার্স্ট বয়'। উপলক্ষ্য, 'নধরের ভেলা' এবং 'পড়শি' নামক এই দুটি বাংলা ছবি দেখা। সৃজিত বরাবরই পরীক্ষামূলক বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন। সেই প্রেক্ষিতেই 'কিফ'-এ যোগ দেওয়া। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিজের কোনও ছবির প্রদর্শনী চান না সৃজিত মুখোপাধ্যায়। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর মুখোমুখি হয়ে এমনই জানালেন পরিচালক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সৃজিতের যুক্তি, "এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছি যে ব্যক্তিগতভাবে মনে হয়, এখানে আমার ছবি পাঠানো উচিত নয়। সেটা ভালো দেখায় না। তাই কিফ-এ ছবি পাঠাই না আমি।" এছাড়াও তিনি জানিয়েছেন, কোন ফেস্টিভ্যালে ছবি যাবে, সেটা নির্ভর করে নির্দিষ্ট সময়ের উপর। সৃজিতের মন্তব্য, "ফেস্টিভ্যালে ছবি যাবে কিনা সেটা নির্ভর করে ছবির কাজ কবে শেষ হচ্ছে, তার পর কী কী ফেস্টিভ্যাল আছে, তার উপর। সেপ্রেক্ষিতে আমার সিনেমার কাজ হওয়া পর্যন্ত এর মধ্যে আর কোনও চলচ্চিত্র উৎসব হয়ওনি!"

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের চলচ্চিত্র উৎসব নিয়েও বিশেষ ধারণা নেই বলে জানালেন সৃজিত মুখোপাধ্যায়। নেপথ্য কারণ কী? পরিচালকের কথায়, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত থাকায় চলচ্চিত্র উৎসবে বিশেষ সময় দিতে পারছেন না তিনি।

এবার নয় নয় করে একত্রিশে পা দিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। সিনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা। দ্বিতীয় দিনে সিনেমার প্রাণকেন্দ্র নন্দনে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, কবীর সুমন-সহ সিনেদুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে শশব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়।
  • তার মাঝেই রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন টলিউডের 'ফার্স্ট বয়'।
  • তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিজের কোনও ছবির প্রদর্শনী চান না সৃজিত মুখোপাধ্যায়।
Advertisement