shono
Advertisement
Shiboprosad Mukherjee

'বামেরা সমাজের ঘুণ', শিবপ্রসাদের নাম করে ভাইরাল বিস্ফোরক পোস্ট! বিতর্ক বাড়তেই মাঠে উইন্ডোজ

যুদ্ধ জিগিরে আচমকাই শিবপ্রসাদের নাম করে বিতর্কিত পোস্ট! কী বলছে উইন্ডোজ?
Published By: Sandipta BhanjaPosted: 05:37 PM May 14, 2025Updated: 05:37 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর গোটা দেশ বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে সকলে একজোট। এমন আবহেই রাজনৈতিক মতাদর্শ 'কপচে' সরগরম সোশাল মিডিয়া! বিশেষ করে 'হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে'র সুবাদে দেদার গতিতে ভাইরাল একগুচ্ছ ভুয়ো পোস্ট। ভুল-ঠিক যাচাই না করেই যে পোস্টগুলি আপাতত দাবানল গতিতে নেটভুবনে ফেরি হচ্ছে! এমতাবস্থায় ভুয়ো পোস্টের গেরোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালকের নাম করে আচমকাই ভাইরাল বামপন্থীদের উদ্দেশে কটাক্ষে ভরা এক পোস্ট। যেখানে জ্বলজ্বল করছে- 'বামেরা সমাজের ঘুণ পোকা' মূলক মন্তব্য। আদৌ কি এই পোস্ট শিবপ্রসাদের করা? এমন কৌতূহলে যখন নেটিজেনরা কেউ মাথা চুলকোচ্ছেন আবার কেউ বা বিতর্ক উসকে উদভ্রান্তের মতো শেয়ার করে চলেছেন ওই পোস্ট, তখন রণে ভঙ্গ দিল শিবপ্রসাদের উইন্ডোজ টিম।

Advertisement

প্রযোজনা সংস্থার তরফে ওই ভাইরাল পোস্টের স্ক্রিনশট শেয়ার করে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে সাফ লেখা- "শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে একটি পোস্ট দেদার শেয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে। যেটি সর্বৈব ভুয়ো এবং ভিত্তিহীন। উনি এরকম কোনও পোস্টই করেননি। কিছু ব্যক্তি নিজস্ব স্বার্থচরিত করার জন্য শিবপ্রসাদের নাম ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে। সকলের কাছে আমাদের অনুরোধ, এই পোস্টের ফাঁদে পা দিয়ে শেয়ার করবেন না। কোনও পোস্ট শেয়ার করার আগে যাচাই করে নিন। আমাদের সকলের একটু দায়িত্বশীল হওয়া প্রয়োজন।"

ঠিক কী এমন লেখা ছিল ওই পোস্টে, যেটা নিয়ে এত বিতর্ক? ভাইরাল ওই পোস্টের একটা অংশে লেখা- 'এরা কারা? বামপন্থী? দেশের ২৬ জন নিরাপরাধ মানুষকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করলো, কোথায় ছিল তখন এরা? এখন পাকিস্তানের সাধারণ মানুষদের জন্য বুক ফাটছে? চ্যাংড়ামো হচ্ছে নাকি?' সেই পোস্টেই সংযোজন, 'আসলে কী জানেন ভারতীয় বামপন্থী এবং চাইনিজ বামপন্থীদের মধ্যে একটা অমিল, চাইনিজ বামপন্থীরা শুধু চিনকে ভালোবাসেন। আর ভারতীয় বামপন্থীরা চিন, পাকিস্তান, কিউবা, প্যালেস্তাইন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলাকে ভালোবাসে। ভারতকে ওরা কোনওকালেই ভালোবাসেনি। তাই ওরা স্বাধীনতার সময় বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়।' এরা আসলে সমাজের ঘুনণ পোকা।... এই বুদ্ধিভ্রষ্ট বামপন্থীদের উদ্দেশে আমার একটাই কথা, এই দেশটা মোদিস যোগী বা আরএসএস-এর নয়, দেশটা আমার আপনার সকলের। তাই আগে দেশকে সম্মান করুন। ঈশ্বর এদের চৈতন্য দাও।' ভাইরাল ওই পোস্টের কথায় অনেকেই যদিও সায় দিয়েছেন, তবে উইন্ডোজ টিমের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্য শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নয়। উল্লেখ্য, অভিনেতা-পরিচালককে কোনওকালেই রাজনৈতিক কোনও ইস্যুতে কথা বলতে শোনা যায়নি, তাই তাঁর নামে যখন এহেন পোস্ট ভাইরাল হয়, সেটা নিয়ে যে সরগরম হবে নেটপাড়া, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুয়ো পোস্টের গেরোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
  • পরিচালকের নাম করে আচমকাই ভাইরাল বামপন্থীদের উদ্দেশে কটাক্ষে ভরা এক পোস্ট।
  • প্রযোজনা সংস্থার তরফে ওই ভাইরাল পোস্টের স্ক্রিনশট শেয়ার করে একটি বিবৃতি জারি করা হয়েছে।
Advertisement